Join Telegram group

Ads Area

রাজ্যে মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ , আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত । north 24 parganas district job vacancy | WB job recruitment

 মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।



রাজ্যের জেলা দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রূপ- সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগে করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত। 

WB DM Office LDC Recruitment 2021


পদের নাম- বেঞ্চ ক্লার্ক।

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন- প্রতিমাসে ১৪,৭৭০ টাকা।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন- প্রতিমাসে ১১,৮৮০ টাকা।


বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০১/২০২০ তারিখে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।


official website - www.north24pargans.gov.in


আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটটি হল www.north24pargans.gov.in , অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

প্রসঙ্গত এই নিয়োগের বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ প্রকাশিত হয়েছিল। আবেদন চলেছিল ২০ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২০ তারিখ পর্যন্ত। এই নিয়োগের আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত করা হয়েছে। ২০ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২০ তারিখের মধ্যে যেসব প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেননি কেবল তারাই আবেদন করতে পারবেন।


নিয়োগ পদ্ধতিঃ- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ -এর মাধ্যমে। বেঞ্চ ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের, কম্পিউটার টেস্ট হবে ১০ নম্বরের ও ইন্টারভিউ হবে ১০ নম্বরের। উভয় পদের ক্ষেত্রেই মোট ১০০ নম্বরের ওপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশিত হবে।

আবেদন শুরু- ২৩/০৯/২০২১

আবেদন শেষ- ৩০/০৯/২০২১


Official website - Link

Official Notification - Download


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area