Join Telegram group

Ads Area

Forest Department Group-D and Group-C Recruitment 2022 । ফরেস্ট ডিপার্টমেন্ট এ গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ

 বন দপ্তরে কর্মী নিয়োগ ২০২২ , মাধ্যমিক পাশে আবেদন করুন।





ফরেস্ট ডিপার্টমেন্ট চাকরির সুযোগ। ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট -এ। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

Forest Department Group- C Recruitment 2022

(১) পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ পদ।

মোট শূন্যপদ- ১৬ টি।

বয়স- ০৫/০৩/২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- শুধু মাত্র মাধ্যমিক পাশ।

(২) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক পদ।

মোট শূন্যপদ- ৯টি।

বয়স- ০৫/০৩/২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে টাইপরাইটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ লেখার দক্ষতা অথবা হিন্দিতে ২৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।

(৩) পদের নাম- ফরেস্ট গার্ড

মোট শূন্যপদ- ৩ টি।

বয়স- ০৫/০৩/২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে ।

(৪) পদের নাম- টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল, প্লাম্বার, কার্পেন্টার)।

মোট শূন্যপদ- ৩টি। (ইলেকট্রিক্যাল- ১ টি, প্লাম্বার- ১ টি, কার্পেন্টার- ১ টি)

বয়স- ০৫/০৩/২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।

(৫) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ- ৯ টি।

বয়স- ০৫/০৩/ ২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে সঙ্গে বোটানি/ জুলজি/ বায়োটেকনোলজি/ ফরেস্ট্রি বিষয় রেখে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ ।

(৬) পদের নাম- স্টেনোগ্রাফার

মোট শূন্যপদ- ২ টি।

বয়স- ০৫/০৩/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ইংরেজি অথবা হিন্দিতে ৮০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ করার সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.mponline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি- আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং প্রসেসিং ফি হিসেবে ৮০০ টাকা, মোট ১৩০০ টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ মহিলা প্রার্থী এবং ex-servicemen প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি ৮০০ টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নিয়োগ করা হবে। প্রশ্ন MCQ টাইপ হবে এবং মোট ১০০ টি প্রশ্ন থাকবে।

আবেদন করার শেষ তারিখ- ০৫/০৩/২০২২

▶️ Notice Link Download

✅ Syllabus Link

✅Apply Link 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area