রাজ্যের এয়ারপোর্টে বিপুল কর্মী নিয়োগ 2023। আবেদন চলবে 8 ই ডিসেম্বর পর্যন্ত।
এয়ারপোর্টে চাকরির দারুণ সুযোগ দিচ্ছে এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস কোম্পানি লিমিটেড।
🔥
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ৯০৬ শূন্যপদে সিকিউরিটি স্ক্রিনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস কোম্পানি লিমিটেড। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা | মাসিক বেতন |সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
পদের নাম- Security Screener (Fresher)
মোট শূন্যপদ- ৯০৬ টি।
যেসমস্ত জায়গায় আপনাদের পোস্টিং হবে : চেন্নাই, কলকাতা, গোয়া, কোঝিকোড় (কালিকট), বারাণসী, শ্রীনগর,ভাদোদরা, মাদুরাই, তিরুপতি,রায়পুর, ভাইজাগ, ইন্দোর, অমৃতসর,ভুবনেশ্বর, আগরতলা, পোর্ট ব্লেয়ার, ত্রিচি, দেরাদুন, পুনে, সুরাত, লেহ, শ্রীনগর, পাটনা)
শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম স্নাতক উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- প্রতি মাসে ১৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ১ নভেম্বর,২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে হতে হবে ।
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে নির্ভুল ভাবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করার পর নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
অনলাইন আবেদন ফর্মের সাথে শুধুমাত্র নিম্নলিখিতগুলির অনুলিপি সংযুক্ত করতে হবে: -
ম্যাট্রিকুলেশন/উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ।
স্নাতক সার্টিফিকেট/ডিগ্রী বা অস্থায়ী ডিগ্রী সার্টিফিকেট।
স্নাতক মার্ক-শীট।
জাত/শ্রেণি শংসাপত্র (যদি থাকে) ।
আধার কার্ড আবেদনপত্রে একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি (সর্বোচ্চ 20KB আকার) ।
আবেদন ফি (অনলাইন) ।
স্ক্যান করা স্বাক্ষর (সর্বোচ্চ 20KB )।
আবেদন ফি- SC, ST, EWS & Women প্রার্থীদের ১০০/- টাকা অন্যদিকে General এবং OBC প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৮ ডিসেম্বর, ২০২৩
প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।
🚩Join Telegram: Click Here
✅Official Website: Click Here
✅Official Notification: Download Now
📌𝐀𝐩𝐩𝐥𝐲 𝐨𝐧𝐥𝐢𝐧𝐞 - Click
রাজ্যের এয়ারপোর্টে বিপুল কর্মী নিয়োগ