Join Telegram group

Ads Area

বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। Bangla Sahayata Kendra Recruitment 2022

বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। Bangla Sahayata Kendra Recruitment 2022



রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির সুযোগ। বাংলা সহায়তা কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে কলকাতায়। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। 

 Bangla Sahayata Kendra Recruitment 2022

পদের নাম- হেল্প ডেস্ক পার্সোনাল

শূন্যপদ- ২ টি।

যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

পদের নাম- চিফ অপারেটিং অফিসার

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- কোনো নামি প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি / এমবিএ প্রার্থীরা আবেদনের যোগ্য।

বয়স- প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা কোনো সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে থাকতে হবে।


পদের নাম- চিফ টেকনোলজি অফিসার।

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- কোনো নামি প্রতিষ্ঠান থেকে এম.টেক ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রেও কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

পদের নাম- চিফ ফাইন্যান্স অফিসার।

শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- সি.এ থাকা আবশ্যক। উক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।


পদের নাম- সিনিয়র সফটওয়্যার পার্সোনাল।

শূন্যপদ- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা- এমসিএ/ এমটেক/ বি টেক থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।


পদের নাম- রেকনসিলেশন পার্সোনাল।

শূন্যপদ- ২ টি।

যোগ্যতা- কোনো নামি প্রতিষ্ঠান থেকে বিকম অথবা বিবিএ থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।


আবেদনের পদ্ধতি- যোগ্য প্রার্থীদের www.bsk.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২২।


✅Official Notice: Download 


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area