Join Telegram group

Ads Area

রাজ্যে জুট কর্পোরেশনে গ্রূপ- সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। west bengal jute corporation recruitment 2021

জুট কর্পোরেশনে গ্রূপ- সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

west bengal jute corporation recruitment 2021

এইরকম চাকরির বাজারেও একের পর এক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এবার রাজ্যে কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। যেকোনো জেলা থেকে ভারতীয় হলেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি নং 01/2021, 

নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গ

পদের নাম- অ্যাকাউন্টেন্ট

শূন্যপদ - মোট ১২ টি যার মধ্যে (SC ১ টি, OBC ৩ টি, EWS ১ টি, UR ৭ টি )পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- অ্যাডভান্সড অ্যাকাউন্টটেন্সিতে এমকম যোগ্যতা সাথে কোনো কমার্শিয়াল অ্যাকাউন্টের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন- ২৮,৬০০ থেকে ১,১৫০০০ টাকা।


পদের নাম- জুনিয়র অ্যাসিসটেন্ট

শূন্যপদ- ১১ টি যার মধ্যে (SC ২টি, ST ১ টি, OBC ২ টি, EWS ১ টি, UR ৫ টি) পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস সাথে MS word এবং Excel ব্যবহারের দক্ষতা।

বেতন- ২১,৫০০ থেকে ৮৬,৫০০ টাকা ।

পদের নাম- জুনিয়র ইন্সপেক্টর

শূন্যপদ- মোট ৪০ টি। যার মধ্যে (SC ৫ টি, ST ২ টি, OBC ১১ টি, EWS ৪ টি, UR ১৮ টি)পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- দ্বাদশ শ্রেণী পাশ অথবা তিন বছরের জুট সামগ্রী বিক্রির ক্ষেত্রে অভিজ্ঞতা।

বেতন- ২১,৫০০ থেকে ৮৬,৫০০ টাকা।


আবেদনের পদ্ধতি- যোগ্য প্রার্থীদের উপযুক্ত নথি যোগে অনলাইনের মাধ্যমে www.jutecrop.in ওয়েবসাইটে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ জানুয়ারি, ২০২২ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রয়োজনীয় নথি ( ডকুমেন্ট কী কী লাগবে) -

১) ভ্যালিড ইমেল আইডি

২) ভ্যালিড মোবাইল নম্বর

৩) ব্যক্তিগত এবং শিক্ষাগত সমস্ত প্রমাণপত্র

৪) পেমেন্টের ডিটেইলস

৫) সম্প্রতি কোনো ফটোর স্ক্যান কপি।

৬) প্রার্থীর সিগনেচারের স্ক্যান কপি।

৭) স্ক্যান কপি সমস্ত নথির পিডিএফ ফাইলে।


✅Official Notice: Download 

🔰Apply Now: Click Here

🔰Daily Job Update: Click Now


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area