Join Telegram group

Ads Area

রাজ্যে প্ল্যান্টে গ্রুপ-C নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা। Group C DEO Recruitment in Cinchona and Other Medicinal Plants

 

রাজ্যে প্ল্যান্টে গ্রুপ-C নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা। Group D Recruitment 2022 | Data entry operator in Darjeeling district.


 


রাজ্যের সিঙ্কোনা এবং অন্যান্য মেডিসিনাল প্ল্যান্টে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখছি, দার্জিলিং জেলায় গ্রুপ-সি ডাটা এনট্রি অপারেটর পদে এই নিয়োগটি করা হবে। 


Group C DEO Recruitment in Cinchona and Other Medicinal Plants.


পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)


শূন্যপদঃ 2 টি ।

বেতনঃ প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে।


বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। 


চাকরির ধরনঃ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিতে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। 

Step-2 অফিসিয়াল নোটিশের চার নম্বর পেজে আবেদন করার ফর্মটি দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।   

Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 

Step-6 আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 


আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ

(1) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশীট ।

(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট ।

(3) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) ।

(4) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ।

(5) আঁধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ।


আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

Director, Directorate of Cinchona and Other Medicine Plants, West Bengal, P.O-Mungpoo, District-Darjeeling- Darjeeling- 734313. 


আবেদন ফিঃ আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না। 


আবেদনের শেষ তারিখঃ 12 ফেব্রুয়ারি 2022.


📌 Official Notification 👉 Download


📌 Official Website 👉Link


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area