Join Telegram group

Ads Area

জেলা আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। Appointment of clerk and group-D staff in district court.

জেলা আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।




রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জেলা আদালতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। নিম্মে নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো।

পদের নাম- Lower Division Clerk.

মোট শূন্যপদ- 28 টি।

বেতন- মূল বেতন 22,700-58,500 টাকা।


পদের নাম- Peon Night Guard. (Group-D)

মোট শূন্যপদ- 49 টি।

বেতন- মূল বেতন 17000 থেকে 43600 টাকা।

পদের নাম- Process Server. (Group-C)

মোট শূন্যপদ- 8 টি।

বেতন- মূল বেতন 21,000-54,000 টাকা।


পদের নাম- English Stenographer. (GROUP-B)

মোট শূন্যপদ- 5 টি।

বেতন- মূল বেতন 32,100-42,900 টাকা।

পদের নাম- Bengali Translator. (GROUP-B)

মোট শূন্যপদ- 3 টি।

বেতন- মূল বেতন 28,900-74,500 টাকা।


শিক্ষাগত যোগ্যতা- লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। পিয়ন/ নাইট গার্ড পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। ইংলিশ স্টেনোগ্রাফার ও বাংলা ট্রান্সলেটর পদে শিক্ষাগত যোগ্যতা পূর্ণাঙ্গ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানা যাবে।

আবেদন পদ্ধতি- এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি ১৫ জানুয়ারি, ২০২২ তারি কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন পদ্ধতি সহ বাকি অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি জানা যাবে।


📌 Official Website 👉 Link

📌 Notification Download 👉 Link

 🔰Job update - Link





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area