Join Telegram group

Ads Area

MEA Internship 2022 | students Internship program 2022 | নতুন সরকারি স্কলারশিপ ২০২২

MEA INTERNSHIP 2022 IN WEST BENGAL


নতুন সরকারি স্কলারশিপ ২০২২, প্রতিমাসে ১০ হাজার টাকা.




কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন একটি স্কলারশিপের ঘোষণা করা হলো। স্কলারশিপে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের জন্য কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রক একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। এই ইন্টার্নশিপের মাধ্যমে প্রার্থীরা প্রতিমাসে ১০ হাজার টাকা বৃত্তি পাওয়ার সুযোগ পাবেন।

স্কলারশিপের নাম- MEA ইন্টার্নশিপ পলিসি 2022

MEA ইন্টার্নশিপ পলিসি 2022 -এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দান করা হবে। যেমন- বিদেশনীতি, কর্ম ক্ষেত্রে নারী-পুরুষের যোগদান সহ ইত্যাদি। পাশাপাশি এই ইন্টার্নশিপের নিযুক্ত প্রার্থীদের মধ্যে যোগ্যতা, বাসস্থান ও আর্থ-সামাজিক বৈচিত্র্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো অনুমোদিত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

যেসব প্রার্থীরা গ্র্যাজুয়েশন -এর চূড়ান্ত বর্ষে পাঠরত তারাও এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে হিসাবে।

শূন্যপদের সংখ্যা- ৭৫ টি।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিজের ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

প্রশিক্ষণের স্থান- যেহেতু এই প্রশিক্ষণ কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের তরফ থেকে প্রদান করা হবে তাই প্রশিক্ষণ হবে দিল্লিতে। তবে নির্বাচিত প্রার্থীদের নিজের রাজ্য থেকে দিল্লি যাওয়ার বিমান ভাড়া বিদেশ মন্ত্রকই প্রদান করবে।

প্রশিক্ষণের সময়সীমা- প্রশিক্ষণের সময় সীমা মাস। ২০২২ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে এই প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষ হবে ২০২২ জুন মাসে।


✅ Notice Link Download

👉Log in Link

🔰 Registration Link


..................................................................................

Ministry of External Affairs (MEA) Internship 2022: Registration Begins, Check Last Date, Application Form, Eligibility Here. MEA Internship 2022 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area