Join Telegram group

Ads Area

বেঞ্চ ক্লার্ক পদে পদে চাকরি 2022 | District Magistrate Purba Bardhaman Recruitment - Bench Clerk Post

Bench Clerk Post in west Bengal | District Magistrate Purba Bardhaman Recruitment Bench Clerk Post



রাজ্যে বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।


পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে ‘বেঞ্চ ক্লার্ক’ নিয়োগ করা হবে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। Integrated Child Protection Scheme (ICPS) এর অধীনে নিয়োগটি করা হবে। 

Memo No:-169(35)/SW/BWN

Bench Clerk Recruitment Purba Bardhaman DM Office

পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার চালাতে পারার জ্ঞান থাকতে হবে।

শুন্যপদঃ 1 টি ।

বেতনঃ 14 হাজার 770 টাকা ।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল। এক বছরের জন্য নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে এক বছর পূর্ন হওয়ার পর কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।

নিয়োগের স্থানঃ পুর্ব বর্ধমান জেলায় নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ  

লিখিত পরীক্ষা- ৮০ নম্বর

কম্পিউটার টেস্ট- ১০ নম্বর 

ইন্টারভিউ (Viva Voce)- ১০ নম্বর 

"পরীক্ষার সিলেবাসঃ"

 


আবেদন পদ্ধতি : ইচ্ছুক আবেদনকারী চাকরিপ্রার্থীরা অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সর্বপ্রথম নিচের লিংকে ক্লিক করে নিয়োগের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর নোটিশের 4 নম্বর পেজে দেওয়া আবেদন করার ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। 


এরপর পুরন করা আবেদনপত্র এবং দরকারি সমস্ত ডকুমেন্টগুলিকে নিয়ে স্ক্যান করে একটি PDF ফাইল বানাতে হবে। সবশেষে ঐ PDF টিকে নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে হবে।

📌আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ iibpbdnrecruitment22@gmail.com


🔰যেসমস্ত ডকুমেন্টে অ্যাটাচ করে দিতে হবে ::

(1) পুরন করা ফর্ম।

2) একটি পাসপোর্ট সাইজের ছবি।

(3) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড (self attested)

(4) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট (self attested)

(5) উচ্চমাধ্যমিকের মার্কশীট ( self attested)


আবেদনের শেষ তারিখঃ 15 ফেব্রুয়ারি 2022 তারিখ বিকাল 4:30PM এর মধ্যে।

✅ Official Website Link

📌 Official Notification Download



বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area