Join Telegram group

Ads Area

Daily Current Affairs 2022 | october new current affairs 2022



 1.পরিবেশ রক্ষার্থে গুজরাটের কেভাদিয়াতে Mission LIFE লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।

2.Quality Council of India (QCI)-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জক্ষয় শাহ।

3.সম্প্রতি বিশাখাপত্তনমে আমেরিকার মিলিটারির সাথে ‘Tiger Triumph’ অনুশীলন শুরু করলো ভারত।


4.PMAY-U Awards 2021 অনুষ্ঠানে সেরা সম্মান পেল উত্তরপ্রদেশ।

5.সম্প্রতি ‘Most Popular GI' Award জিতলো তেলেঙ্গানার হায়দ্রাবাদী হালিম।


6.‘Diye Jalao, Patake Nahin’ ক্যাম্পেইন লঞ্চ করলো দিল্লি সরকার।


7.EdelGive Hurun India Philanthropy List 2022-এ শীর্ষস্থানে রয়েছেন শিব নাদার।


8.সম্প্রতি “DX 2022 Awards” জিতলো Karnataka Bank .

9.Fire-Boltt কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিজয় দেবরকোন্ডা।


10.১০ লক্ষ চাকরি প্রদান করতে "রোজগার মেলা" নামে মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।


11.ভারতের নতুন রেভিনিউ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা।


12.2023 FIFA Women's World Cup-এর অফিসিয়াল ম্যাসকট হিসাবে ঘোষিত হলো Tazuni.


13.ISRO-র Aditya-L1 মিশনের প্রিন্সিপাল সাইন্টিস্ট হিসাবে নিযুক্ত হলেন ড. শঙ্করা সুব্রমনিয়াম।


14.সম্প্রতি Nihonshu নামক অ্যালকোহলযুক্ত পানীয়র GI Tag পাওয়ার জন্য আবেদন করলো জাপান।

15.সম্প্রতি "কাটি বিহু" উৎসব অনুষ্ঠিত হলো আসামে।


16.ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারী পদে নিযুক্ত হলেন আরামানে গিরিধর


17.সম্প্রতি "ধন বর্ষা" স্কিম লঞ্চ করলো Life Insurance Corporation (LIC)।


18.Bhartiya Jan Urvarak Pariyojana লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।


19.14th World Spice Congress অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে

20.ডিজিটাল লার্নিং-এর মাত্রা বৃদ্ধি করতে আসামের সাথে পার্টনারশীপ গড়লো Google.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area