Join Telegram group

Ads Area

SSC GD Constable Recruitment 2022 | SSC GD কনস্টেবল নিয়োগ 2022। মাধ্যমিক পাশে আবেদন করুন

SSC GD কনস্টেবল নিয়োগ 2022। মাধ্যমিক পাশে আবেদন করুন। SSC GD Constable Recruitment 2022 (Apply Now)



SSC GD Constable Recruitment 2022: রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি পাওয়ার এক বিরাট বড় সুযোগ। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে GD কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে-মেয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


নোটিশ নম্বরঃ PPI01/11/2022-PP_1

নোটিশ প্রকাশের তারিখঃ 27.10.2022

SSC GD Constable 2022 Recruitment Details:-

নিয়োগ সংস্থা :- SSC.

পোষ্টের নাম :- BSF, CISF, SSB ইত্যাদি।

চাকরির ধরণ :- Permanent Govt. Job.

Total Vacancy: - 24,369 টি।

বেতন :- পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 

📌 Official Website:- ssc.nic.in

আবেদনের মাধ্যম :- Online.

পদের নামঃ জিডি কনস্টেবল ।

SSC GD constable ২০২২ মোট শূন্যপদ :- 

 সর্বমোট 24,369 টি শূন্যপদে নিয়োগ করা হবে। (UR- 11,968, SC- 3806, ST- 2176, OBC- 5395, EWS- 2336 )

ফোর্স অনুযায়ী শূন্যপদ :- 

(1) BSF (পুরুষ - 8922, মহিলা - 1575)

(2) CISF (পুরুষ - 90, মহিলা - 100)

(3) CRPF (পুরুষ - 3710, মহিলা - 531)

(4) SSB (পুরুষ - 464, মহিলা - 243)

(5) ITBP (পুরুষ - 1371, মহিলা - 242)

(6) AR (পুরুষ - 1697, মহিলা - 0)

(7) SSF (পুরুষ - 78, মহিলা - 25)

(8) NCB - 164

 ✅ বেতন :- প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে। আর NCB পদের ক্ষেত্রে পে লেভেলে 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 শিক্ষাগত যোগ্যতা :- 

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে। এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা:- 01.01.2023 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়া অন্যান্য শ্রেনিদের ক্ষেত্রেও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

 নিয়োগ পদ্ধতি :- 

  • কম্পিউটার বেসড এক্সামিনেশন (CBE)
  • ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)
  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
  • মেডিক্যাল এক্সামিনেশন।
  • ডকুমেন্টস ভেরিফিকেশন।

কম্পিউটার বেসড এক্সামিনেশনের পূর্ণমান হবে 160 নম্বর। প্রশ্ন হবে M.C.Q ধরনের। প্রশ্ন সংখ্যা থাকবে 80 টি, প্রতিটি প্রশ্নের মান হবে 2 নম্বর করে।

লিখিত পরীক্ষার সিলেবাস:- 

কম্পিউটার বেসড এক্সামিনেশন (CBE) পরীক্ষার সিলেবাস

👉 বিষয় প্রশ্নসংখ্যা  প্রশ্নের মান:- 

(1) General Intelligence and Reasoning 20 টি প্রশ্ন 40 নম্বার ।

(2) General Knowledge and General Awareness 20 টি প্রশ্ন 40 নম্বার।

(3) Elementary Mathematics 20 টি প্রশ্ন 40 নম্বার।

(4) English/ Hindi 20 টি প্রশ্ন 40 নম্বর।

✓ মোট 80 টি প্রশ্ন 160 নম্বর।

পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার :- 

পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার গুলি হল শিলিগুড়ি, কোলকাতা এবং হুগলি। [ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা তাদের পরীক্ষার জন্য এই তিনটি সেন্টারের মধ্যে যেকোনো একটিকে নির্বাচন করতে পারবেন। ]

 ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট :- পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1.6 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা 170 সেন্টিমিটার ও মহিলাদের উচ্চতা 157 সেন্টিমিটার হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন শ্রেনি অনুযায়ী উচ্চতার ছাড় রয়েছে। 

♻️ N.B নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে SSC GD Constable নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জেনে নেবেন।  

 আবেদন পদ্ধতি:- নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি SSC র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করে আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবিটি যেন JPEG ফরম্যাটে থাকে এবং এর সাইজ যেন 20 থেকে 50 kb মধ্যে হয়।

সবশেষে 100 আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

 প্রয়োজনীয় নথিপত্র:- 

  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. মাধ্যমিকের সার্টিফিকেট।
  4. আধার কার্ড বা ভোটার কার্ড।
  5. রেসিডেন্ট সার্টিফিকেট।
  6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

♻️ আবেদন শুরু হয়েছে 27.10.2022 তারিখ থেকে।

📌 আবেদন শেষ আগামী 30.11.2022  তারিখ পর্যন্ত।


🚩 Join Telegram: Click Here

📌Official Notification: Download Now

𝐀𝐩𝐩𝐥𝐲 𝐨𝐧𝐥𝐢𝐧𝐞 - Click 

Official Website: Click Here

©Sarkari chakrir khabor 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area