Join Telegram group

Ads Area

West Bengal group d and guest teacher recruitment | রাজ্যের স্কুলে গ্রুপ-ডি ও গেস্ট টিচার নিয়োগ ২০২২, এইট পাশ করে থাকলে আবেদন করুন।

রাজ্যের স্কুলে গ্রুপ-ডি ও গেস্ট টিচার নিয়োগ ২০২২, এইট পাশ করে থাকলে আবেদন করুন।

রাজ্যে একটি সরকারি স্কুলে দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ-ডি ও বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 

 পদের নাম- গেস্ট টিচার। 

 মোট শূন্যপদ- ৫ টি। 

 যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে

(১) Life Science- 1 

(২) Mathematics-1,

(৩) Chemistry-1, 

(৪) Physics-1 and 

(৫) Economics-1.

 শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সহ B.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।

 বয়স- ১ জানুয়ারী ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 বেতন- প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।

 পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট।

মোট শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা।

পদের নাম- কুক

মোট শূন্যপদ- ৩ টি।

বেতন- প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।

পদের নাম- কুক হেলপার

মোট শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

পদের নাম- সুইপার

মোট শূন্যপদ- ১ টি।

বেতন- প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

 শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। 

বয়স- ১ জানুয়ারী ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Devlopment

Department, Sivaji Road, Hakimpara, PO & District - Jalpaiguri, Pin-735101

আবেদনের শেষ তারিখ- ১৮ নভেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি— প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 

২) বয়সের প্রমাণপত্র - এর জেরক্স ।

৩) আধার কার্ড/ ভোটার কার্ড/ পেন কার্ড এর জেরক্স।

৪) ব্যাংক একাউন্টের জেরক্স ।


🚩 Join Telegram: Click Here

Official Notification: 👇

♻️Guest teacher Notice: Download 

♻️Group D notice - Click 

📌 Official Website: Click Here








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area