Join Telegram group

Ads Area

WBPSC এর মাধ্যমে রাজ্য জুড়ে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Group-C Recruitment 2022 |WBPSC group c recruitment 2022 |

WBPSC এর মাধ্যমে রাজ্য জুড়ে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Group-C Recruitment 2022



দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।  কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সামিনেশনে এবং ইন্টারভিউ তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে । সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা PSC এর অধীনস্থ বিভিন্ন অফিস গুলিতে কর্মী নিয়োগ করা হবে তাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।  

নিয়োগকারী দপ্তর :- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অধীনে অন্তর্গত প্রতিটি অফিসে Audit and Accounts Service Department এ কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারী প্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কমার্স বিভাগে গ্ৰ্যাজুয়েশান অথবা চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টস/কস্ট অ্যাকাউন্ট্যান্টস এ পোস্ট গ্ৰাজুয়েশান ডিগ্ৰি complete করে থাকতে হবে। 

বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ৯ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন :- নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি :- প্রার্থীদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১) PSC এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এ গিয়ে নিজের নাম, ঠিকানা, ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । 

২) রেজিস্ট্রেশন হয়ে গেলে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।

৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবা ও মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, আধার নম্বর ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।

৪) ফর্ম ফিলাপ করা হয়ে গেলে নিজের করা একটি সিগনেচার, একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিন তাহলেই আপনার অ্যাপ্লিকেশান হয়ে যাবে। এরপর এই ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নেবেন ।


প্রয়োজনীয় ডকুমেন্টস:- 

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।

৩) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।

আবেদন ফ্রি: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা করে অনলাইন/ অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:-  আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। 

আবেদনের শেষ তারিখ :- ১৪/১২/২০২২ তারিখ থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৪/০১/২০২৩ পর্যন্ত।

🚩Join Telegram: Click Here

✅Official Website: Click Here

✅Official Notification: Download Now

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area