Join Telegram group

Ads Area

রাজ্যের আদালতে কর্মী নিয়োগ ২০২৩ | Malda Court Recruitment 2023 | Eligibility, Age, Salary And How To Apply

Malda Court Recruitment 2023 - Apply Group C Vacancies, Eligibility, Age, Salary And How To Apply


Malda Court recruitment 2023 notification has been published by the Office Of The District Judge Court, Malda.



If you are looking for Malda Court group c recruitment 2023 update details.

রাজ্যের মালদা জেলা আদালতের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে একাধিক এর বেশি পোস্টে নিয়োগ করা হচ্ছে। (Malda Court Recruitment 2023)

📌

Table of contents (toc)

আমি মালদা জেলা আদালতের চাকরির শূন্যপদ 2023 এর যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন, আবেদনের ফি, আবেদনের প্রক্রিয়া, শেষ তারিখ, নির্বাচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি নিয়ে আলোচনা করছি। 


নিয়োগ বোর্ড:

District Court, Malda


Post name / পোস্টের নাম:

i) Stenographer Grade II

ii) Stenographer Grade III



Total vacancy /শূন্যপদের সংখ্যা:

 মোট শূন্যপদ 6 টি।


Age/ বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এবং

ii) সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/PWD) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পা

বেন।


Qualification / আবশ্যিক যোগ্যতা:

i) Stenographer Grade II:

a) আবেদনকারী প্রার্থীদের Computer এ Certificate সহ Graduated হতে হবে।

b) প্রার্থীর Typing Speed 40 wpm এবং Short Hand Speed এ 100 wpm হতে হবে।


ii) Stenographer Grade III:

a) এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের নুন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Passed) করে থাকতে হবে এবং Computer এ Certificate সহ কোর্স করে থাকতে হবে।

b) প্রার্থীর Typing Speed 30 wpm হতে হবে এছাড়া Short Hand Speed 80 wpm হতে হবে।



Monthly / মাসিক বেতন:

i) Stenographer Grade II : 37,100-95,500/- (লেভেল 13)

ii) Stenographer Grade III : 32,100/- 82,900/- ( লেভেল – 10)


application process  / আবেদন প্রক্রিয়া:

i) শুধুমাত্র অফলাইনে(Offline) আবেদন করা যাবে ।

ii) আবেদনের জন্য মালদা আদালতের ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনের ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন। এবং

iii) প্রার্থীর নিজের সমস্ত জরুরি তথ্য (Documents) সমেত আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।


Application fee/ আবেদন ফি:

i) Unreserved Category ( জেনারেল) : 800/- টাকা।

ii) SC/ST/PWD Category: 600/- টাকা।

আবেদন মূল্য ব্যাঙ্ক মারফত পাঠাতে হবে।


Seclection proses / নির্বাচন প্রক্রিয়া :

i) পেপার I- 400 নম্বর

ii) পেপার II- 100 নম্বর

iii) পেপার III- 100 নম্বর


Exam Syllabus:

i) পেপার I:

Dictation and Transcription ( 6 মিনিটের জন্য ডিকটেশনের পরে প্রার্থীদের হাতে লেখার নোটের প্রতিলিপি এক ঘন্টার জন্য)


ii) পেপার II:

General English (শব্দের বানান সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ বাক্যাংশ, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ এবং বিরাম চিহ্নের ব্যবহার)


iii) পেপার III:

Computer Typing Test.


আবেদনের শেষ তারিখ : আগামী 12/10/2023।


পরীক্ষার তারিখ:

পরে জানিয়ে দেওয়া হবে।


অ্যাডমিট কার্ড ডাউনলোডের (Admit Card Download) তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে।


নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো জানতে হলে আদালতের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।


Important Link:

Official Website: Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area