Railway ticket collector recruitment 2023 | রাজ্যে টিকিট সেলার নিয়োগ ২০২৩ । মাধ্যমিক পাশে আবেদন।
📌
Table of contents (toc)
রাজ্যে রেলে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় । রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার গৌড়দহ রেলে হল্ট টিকিট বিক্রির জন্য কর্মী নিয়োগ করা হবে। এখানে বিক্রি করা টিকিটের উপর কমিশন থাকবে।
নোটিশ নং- CW/388/Halt/Gaurdaha(GQD)
নোটিশ প্রকাশ- 15/09/2023
Railway ticket collector post name :
পদের নাম :
Halt Contractor (হল্ট কন্ট্রাক্টর )
Railway ticket collector post qualification :
যোগ্যতা :
আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং পাশাপাশি প্রার্থীকে ইংলিশ পড়তে জানতে হবে । সাথে, দক্ষিণ 24 পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Railway ticket collector post age :
বয়স :
আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত (SC/ ST) শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
Railway ticket collector salary :
বেতন:
এখানে বিক্রি হওয়া টিকিটের উপর কমিশন ভিত্তিক বেতন দেওয়া হবে।
Railway ticket collector application process:
আবেদন পদ্ধতি :
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠাতে হবে নীচের ঠিকানায়।
Railway ticket collector official address:
আবেদন পাঠাবার ঠিকানা :
The Divisional Railway Manager (Commercial), Room No. 44, Eastern Railway, Sealdah, Pin-700014.
আবেদনের শেষ তারিখ:
19/10/2023 তারিখের 14.00 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
Important link 👇
📌 Official website : Link
📌 Download Notice : Link
© Sarkari Chakrir Khabor