রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষক নিয়োগ 2023 । আবেদনের শেষ তারিখ 10ই নভেম্বর ।
Kamarpukur Ramkrishna mission recruitment 2023
রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো এই প্রতিবেদনে।
Table of contents (toc)
📌📌
Ramkrishna mission post Name
পদের নাম- সহকারী শিক্ষক (Assistant Teacher)
Ramkrishna mission Total vacancy
মোট শূন্যপদ- 2 টি।
Ramkrishna mission Education Qualification
শিক্ষাগত যোগ্যতা- বাংলা এবং গণিত দুটি বিষয়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট যেকোনো একটি বিষয়ে স্নাতক পাশ সহ B.Ed সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে TET Certificate থাকতে হবে।
Ramkrishna mission salary
বেতন- রাজ্য সরকারের ROPA- 2019 নিয়ম অনুযায়ী উক্ত পদের বেতন দেওয়া হবে।
Ramkrishna mission age
বয়সসীমা- 1 জানুয়ারী 2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। SC, ST এবং OBC তালিকাভুক্ত আবেদনকারীদের যথাক্রমে 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে।
Ramkrishna mission application process
আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। উল্লেখিত সমস্ত তথ্য ফরমটি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা (১)আবেদনপত্র, (২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, (৩) বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্র একসঙ্গে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
Ramkrishna mission Recruitment process
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে।
Ramkrishna mission Last date of application
আবেদনের শেষ তারিখ- 10 নভেম্বর, 2023।
প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।
✍️Telegram Join – Click Here
📌অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
📍অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF Click Here
📌 আবেদন ফর্ম: Download
Tags: