Join Telegram group

Ads Area

মাধ্যমিক পাশে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ | WB Land Department Job Recruitment 2023

 মাধ্যমিক পাশে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, WB Land Department Job Recruitment 2023


WB Land Department Job Recruitment 2023 : 

পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের খুশির খবর। ভূমি দপ্তরে নতুন করে মাধ্যমিক পাসে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে। এখানে কোন রকম লিখিত পরীক্ষা হবে না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থী। WB Land Department Job Recruitment 2023




রাজ্যে ভূমি দপ্তরে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে। WB Land Department Job Recruitment 2023


Table of contents (toc)

 

Telegram Group

💥💥


WB Land Department Job vacancy 2023 in Malda 

WB Land Department Post Name :

পদের নাম – ভূমি দপ্তরে গ্রুপ সি লেভেলে নিয়োগ করা হবে আমিন পদে।


WB Land Department Age limit :

বয়স সীমা – চাকরিপ্রার্থীদের এই পদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে। এবং বয়স হিসাব করা হবে ০১ই নভেম্বর ২০২৩ অনুযায়ী।


WB Land Department Education Qualification: 

শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন।


WB Land Department Salary :

বেতন সীমা – চাকরি প্রার্থীদের প্রতি মাসে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে কিন্তু শুরুতে ১০,০০০/- টাকা থেকে বেতন দেওয়া হবে।


WB Land Department Recruitment process :

নিয়োগ প্রক্রিয়া – প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র সঠিকভাবে জমা করার পরে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । ইন্টারভিউ পাশ করলে প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে ।


WB Land Department Application Process:

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের (Offline) মাধ্যমে। বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্র রয়েছে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্টস যুক্ত করে, সরাসরি ইন্টারভের দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে উপস্থিত হতে হবে। ( মাধ্যমিকের রেজাল্ট ও এডমিট কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট , কাজের যদি অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট সমস্ত জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে ) 


WB Land Department Interview Date:

ইন্টারভিউ এর তারিখ – ০২ই নভেম্বর, ২০২৩ তারিখ থেকে সকাল সাড়ে ১১ টায় সময় ইন্টারভিউ সংঘটিত হবে।


প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।


💥 Telegram JoinClick Here 


📌 অফিশিয়াল ওয়েবসাইট Click Here

📍 অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF Click Here


© Sarkari Chakrir Khabor 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area