মাধ্যমিক পাশে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, WB Land Department Job Recruitment 2023
WB Land Department Job Recruitment 2023 :
রাজ্যে ভূমি দপ্তরে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে। WB Land Department Job Recruitment 2023
Table of contents (toc)
💥💥
WB Land Department Job vacancy 2023 in Malda
WB Land Department Post Name :
পদের নাম – ভূমি দপ্তরে গ্রুপ সি লেভেলে নিয়োগ করা হবে আমিন পদে।
WB Land Department Age limit :
বয়স সীমা – চাকরিপ্রার্থীদের এই পদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে। এবং বয়স হিসাব করা হবে ০১ই নভেম্বর ২০২৩ অনুযায়ী।
WB Land Department Education Qualification:
শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন।
WB Land Department Salary :
বেতন সীমা – চাকরি প্রার্থীদের প্রতি মাসে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে কিন্তু শুরুতে ১০,০০০/- টাকা থেকে বেতন দেওয়া হবে।
WB Land Department Recruitment process :
নিয়োগ প্রক্রিয়া – প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র সঠিকভাবে জমা করার পরে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । ইন্টারভিউ পাশ করলে প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে ।
WB Land Department Application Process:
আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের (Offline) মাধ্যমে। বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্র রয়েছে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্টস যুক্ত করে, সরাসরি ইন্টারভের দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে উপস্থিত হতে হবে। ( মাধ্যমিকের রেজাল্ট ও এডমিট কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট , কাজের যদি অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট সমস্ত জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে )
WB Land Department Interview Date:
ইন্টারভিউ এর তারিখ – ০২ই নভেম্বর, ২০২৩ তারিখ থেকে সকাল সাড়ে ১১ টায় সময় ইন্টারভিউ সংঘটিত হবে।
প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।
💥 Telegram Join – Click Here
📌 অফিশিয়াল ওয়েবসাইট Click Here
📍 অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF Click Here
© Sarkari Chakrir Khabor