Join Telegram group

Ads Area

রিজার্ভ ব্যাংকে গ্রূপ-সি কর্মী নিয়োগ 2022 | RBI Assistant Recruitment 2022 Notification

 

RBI Assistant Recruitment 2022 Notification | All Details | রিজার্ভ ব্যাংকে গ্রূপ-সি কর্মী নিয়োগ 2022 



গোটা দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। ৯০০ -এর বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

RBI Assistant Recruitment 2022 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হল - 

(১) কলকাতা- ২৬ টি, (২)আমেদাবাদ- ৩৫ টি, (৩)ব্যাঙ্গালোর- ৭৪ টি, (৪)ভূপাল- ৩১ টি,(৫) ভুবনেশ্বর- ৩১ টি, (৬)চন্ডিগড়- ৭৮ টি, (৭)চেন্নাই- ৬৬ টি, (৮)গোয়াহাটি- ৩২ টি,(৯) হায়দ্রাবাদ- ৪০ টি, (১০)জয়পুর- ৪৮টি, (১১)জম্মু- ১২ টি, (১২)কানপুর এবং(১৩) লখনৌ- ১৩১ টি, (১৪)মুম্বাই- ১২৮ টি, (১৫)নাগপুর- ৫৬ টি, (১৬)নিউ দিল্লি- ৭৫ টি,(১৭) পাটনা- ৩৩ টি, (১৮)তিরুবন্তপুরম এবং (১৯)কোচি- ৫৪ টি।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)।

মোট শূন্যপদ- মোট ৯৫০ টি (GEN- ৪৪০ টি, SC- ১৫১ টি, ST- ১২৩ টি, OBC- ১৪৬ টি, EWS- ৯০ টি)।

বয়স - ০১/০২/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ০২/০২/১৯৯৪ থেকে ০১/০২/২০০২ এর মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন - প্রতি মাসে ২০,৭০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক পাস এবং প্রার্থীকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে। এছাড়াও প্রার্থী যে অফিসের জন্য আবেদন করবেন সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে। পশ্চিমবঙ্গের কলকাতা অফিসের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

নির্বাচন পদ্ধতি- প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। এছাড়াও LPT (Language Proficiency Test) টেস্ট নেওয়া হবে।



পরীক্ষার কেন্দ্র- প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র গুলির নাম হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যানী, কলকাতা ও শিলিগুড়ি। মেন পরীক্ষার কেন্দ্র গুলির নাম হল- আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়ি।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে www.rbi.org.in গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।।

আবেদন ফি- SC/ ST/ PWD/ EXS এই প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ ৪৫০ টাকা ধার্য করা হয়েছে।

✅আবেদন শুরুর তারিখ- ১৭/০২/২০২২.

আবেদন করার শেষ তারিখ- ০৮/০৩/২০২২.

📌 website Visit Link

 📌𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤  

📌 𝙇𝙤𝙜𝙞𝙣 𝙇𝙞𝙣𝙠 


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area