Join Telegram group

Ads Area

West Bengal GDS Recruitment Recruitment 2022 | India Post Recruitment 2022 | ইন্ডিয়ান পোষ্টে চাকরিতে নিয়োগ

 ইন্ডিয়ান পোষ্টে চাকরির বিজ্ঞপ্তি,  প্রতিমাসে বেতন১৯ হাজার ৯০০ টাকা 



ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

 India Post Recruitment 2022

নোটিশ নম্বরঃ B-3/12/XXIV (Part File)/2019-20

নোটিশ প্রকাশের তারিখঃ 17.01.2022

পদের নামঃ স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)

মোট শূন্যপদ- 29 টি (UR- 15 টি, SC- 3 টি,OBC- 8 টি,EWS- 3 টি)।

বয়স: 18 থেকে 27 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। 

বেতনঃ প্রতি মাসে 19,900 – 63,200 টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতা ।(পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে)। 

প্রয়োজনীয় যোগ্যতাঃ  

1.মাধ্যমিক পাশ করতে হবে। 

2.হালকা এবং ভারি যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

3.যানবাহনের যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

4.হালকা এবং ভারি যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

5.হোমগার্ড অথবা সিভিল ভলেন্টিয়ারে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি নিয়োগ করা হবে (Direct Recruitment)

চাকরির সময়সীমাঃ ২ বছরের জন্য কাজে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সাথে সমস্ত ডকুমেন্টের জেরক্স অ্যাটাচ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase -I, Naraina, New Delhi- 110028.


আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ

১) বয়সের প্রমাণপত্র।

২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩) ড্রাইভিং এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।

৪) কাস্ট সার্টিফিকেট।

৫) ড্রাইভিং লাইসেন্স।

৬) টেকনিক্যাল কোয়ালিফিকেশন।

৭) সেল্ফ অ্যাটেস্টেড করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

গুরুত্বপূর্ণ তারিখ

👉আবেদন শুরু 17.01.2022

✅ আবেদন শেষ তারিখ 15.03.2022.

📌 Website Link

📌 Notice Download


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area