Join Telegram group

Ads Area

Kolkata Metro Railway appreciate recruitment 2023 | 125 post | Kolkata Metro rail new recruitment 2023

Kolkata Metro Railway Apprentice Vacancy 2023, 125 post.



Kolkata Metro Recruitment 2023 Educational Qualifications, Age Limit, Selection Procedure, and other related information before applying for the Metro Railway Kolkata Act Apprentice Recruitment 2023.

Table of Content (toc)

কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩, মাধ্যমিক পাশে আবেদন ।

রাজ্যে কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাসে যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানেআবেদন করতে পারবেন। 

Employment No- 01/23 / Metro Railway Kolkata

Kolkata Metro Rail Recruitment 2023 post Name 

পদের নাম- Apprentice পদ।

Kolkata Metro Rail Recruitment 2023 Total vacancy 

মোট শূন্যপদ- 125 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- 

1.Fitter 👉 81 টি 

2. Electrician 👉26 টি 

3. Machinist 👉9 টি 

4. Welder 👉9 টি 

Kolkata Metro Rail Recruitment 2023 Education Qualification

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ১০+২ সিস্টেমে থেকে

মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে

আবেদন করতে পারবেন।

Kolkata Metro Rail Recruitment 2023 Age limit

বয়স- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। 

Kolkata Metro Rail Recruitment 2023 Salary

স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে 2023 অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

Kolkata Metro Rail Recruitment 2023 application 

আবেদন পদ্ধতি-

  ইচ্ছুক প্রার্থীদের অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে apprenticeshipindia.org -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। 

পরে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।  

Kolkata Metro Rail Recruitment 2023 Selection Process 

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশের ভিত্তিতে নিয়োগ করা হবে।  

Kolkata Metro Rail Recruitment 2023 Address for submission of application form 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru, Road, Kolkata - 700071  

Kolkata Metro Rail Recruitment 2023 Last date of application 

👉আবেদনের শেষ তারিখ- 6 মার্চ 2023  ।


✅ Official Website Link 

✅ Notification Download

✅ Apply online Link 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area