class 6 computer 3rd unit suggestion
computer class 6 question answer
class 6 computer 3rd unit question answer
class 6 computer 3rd summative question answer
class 6 computer 3rd unit suggestion
class 6 computer 3rd unit suggestion wbbse
class 6 computer 3rd unit questions 2023
3RD SUMMATIVE EVALUATION - 2022
Class : VI
Subject : COMPUTER
Full Marks-25
A. সত্য অথবা মিথ্যা লেখো :1x10=10
1. চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
2. অ্যাবাকাসকে জাপানি ভাষায় সরোবন বলা হয়।
3. জাপানিরা সর্বপ্রথম অ্যাবাকাসের ব্যবহার শুরু করেন।
4. পাঞ্চড কার্ড হল এক প্রকার ছিদ্রযুক্ত কার্ড।
5. স্ক্যানার এবং লাইট পেন হল আউটপুট যন্ত্র।
6. RAM একপ্রকার প্রাইমারি মেমোরি।
7. হার্ড ডিস্কে তথ্য সঞ্চয় করা যায় না।
8. Enter সুইচ চেপে লাইন পরিবর্তন করা হয়।
9. কি-বোর্ড এবং মাউস ইনপুট যন্ত্র।
10. নেপিয়ারের বোন দ্বারা দ্রুত গুন করা যায়।
B. শূন্যস্থান পূরণ করো : 1x8=8
1. চার্লস ব্যাবেজকে কম্পিউটারে......বলা হয় ।
2. ডিফারেন্সিয়াল ইঞ্জিন তৈরি করেন...........।
3. নেপিয়ারের বোন......দাঁত দিয়ে প্রস্তুত করা হয়।
4. IBM কোম্পানি প্রতিষ্ঠা করেন.......l
5. RAM এবং ROM একপ্রকার....মেমোরি।
6. CPU একপ্রকার............যন্ত্র।
7. মনিটর একপ্রকার.........যন্ত্র।
8. হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ হল.......মেমোরি।
C. সঠিক উত্তরটির তলায় দাগ দাও :1x7=7
1.RAM/CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
2. লাইট পেন / স্ক্যানার দ্বারা ছবি আঁকা হয়।
3. RAM / Hard Disk হল প্রাইমারি মেমোরি।
4. কি-বোর্ড/মনিটরের অপর নাম VDU।
5. পৃথিবীর প্রথম গণকযন্ত্র অ্যাবাকাস/ট্যাবুলেটর।
6. উত্তরপত্র মূল্যায়নে সাহায্য করে MICR / OMR।
7. 3 টি বাটন থাকে মাউসে / কি-বোর্ডে।