Class 6 geography 3rd unit test questions paper
ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
class 6 geography 3rd unit test
3rd summative class 6 geography question
class 6 geography 3rd unit test question paper
class 6 geography 3rd summative question answer
class 6 geography 3rd unit test question
class 6 geography 3rd unit test suggestion
class 6 geography 3rd exam
class 6 geography 3rd chapter question answer
WBBSE Class 6 Model Question Paper
Unit Test Question Paper Class VI ভূগোল Third Unit Test Question Paper pdf Download
Class 6 Third Term Test Vugol Question Paper
Class-6 Third-Unit-Test Geography Question
ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
Class-6 Geography 3rd-Unit-Test
Question Class-6 Geography 3rd-Unit- Test Question
Table of Content (toc)
3RD SUMMATIVE EVALUATION - 2022
Full Marks-70
Class : VI
Subject: GEOGRAPHY
১। এক কথায় উত্তর দাও : ১×১০=১০
(ক) ভারতের মরুভূমিটির নাম কী?
(খ) ভারতের প্রধান নদীটির নাম কী?
(গ) বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কী?
(ঘ) হিমালয় কথার অর্থ কী?
(ঙ) দ্বীপপুঞ্জ কাকে বলে?
(চ) পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়?
(ছ) ভারতে কোথায় কোথায় চা চাষ হয়?
(জ) ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কয়টি?
(ঝ) পৃথিবীর কয়টি গতি ও কী কী?
(ঞ) অক্ষরেখা কাকে বলে?
২। শূন্যস্থান পূরণ করো ঃ ১×১০=১০
(ক) নিরক্ষরেখার মান......।
(খ) বৃষ্টিপাতের পরিমাপ করার যন্ত্রের নাম........।
(গ) ভারতের প্রধান খাদ্য ফসল......।
(ঘ)......... মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়।
(ঙ) ভারতের সংযোগকারী ভাষা......।
(চ) মানচিত্রে পাহাড়-পর্বত বোঝানোর জন্য.......রং ব্যবহৃত হয়।
(ছ).........গ্যাসগুলি পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপের কিছুটা শোষণ করে।
(জ) শব্দের তীব্রতা মাপার একক......।
(ঝ) শ্রীনগর শহরটি.............নদীর তীরে অবস্থিত।
(ঞ) মূল মধ্যরেখার মান হল................. ।
৩। সঠিক উত্তরটি নির্বাচন করে টিক (✓) চিহ্ন দাও ঃ১×১০=১০
(ক) ভারতের বৃহত্তম শহর হল- (কলকাতা/দিল্লি/মুম্বাই)।
(খ) সাইরেনের শব্দের তীব্রতা—(১৩০/১২৫/৯০) ডেসিবল।
(গ) ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল – (কাবেরী/নর্মদা/মহানদী)।
(ঘ) 'বিশ্ব অরণ্য দিবস' পালিত হয় - (২১/২৫/১৫)ই মার্চ।
(ঙ) পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয় - (ব্যাবিলন/মিশর/রোম)।
(চ) ঝুম চাষ দেখা যায়—পূর্ব/পশ্চিম/উত্তর-পূর্বাঞ্চলে।
(ছ) তন্তু জাতীয় ফসল বলতে – (ধান/কার্পাস/কফি) কে বোঝায়।
(জ) কুইনাইন তৈরি হয় – (সর্পগন্ধা/সিঙ্কোনা /কালমেঘ) থেকে।
(ঝ) প্রাচীন পলিমাটিকে বলে - (ভাঙর/খাদার/তরাই)।
(ঞ) দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল- (এভারেস্ট / নন্দাদেবী/ আনাইমুদি)।
৪। ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×১০=১০
•‘ক’ স্তম্ভ 👉• খ’ স্তম্ভ
(ক) দক্ষিণ ভারতের গঙ্গা👉(অ) নক্ষত্রমণ্ডল
(খ) রাজস্থান👉(আ) বায়ুদূষণ
(গ) গির অরণ্য👉(ই)ধুলিঝড়
(ঘ) সুন্দরবন👉(ঈ)গোদাবরী
(ঙ) জলদাপাড়া অরণ্য👉(উ) বৃহত্তম রাজ্য
(চ) লালগ্রহ👉(ঊ) সিংহ
(ছ) দ্রাঘিমা👉(ঋ) রয়্যাল বেঙ্গল টাইগার
(জ) অ্যাসিড বৃষ্টি 👉(৯) মঙ্গল
(ঝ) কালপুরুষ👉(এ) গণ্ডার
(ঞ) আঁধি👉(ঐ) অর্ধবৃত্ত
৫। প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত চিহ্নসহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ১×৫=৫
(ক) বঙ্গোপসাগর
(খ) কর্কটক্রান্তি রেখা
(গ) কাবেরী নদী
(ঘ) মরুমৃত্তিকা অঞ্চল
(ঙ) করমণ্ডল উপকূল
৬। বুঝে নিয়ে উত্তর দাও। ১×৫=৫
(ক) আমি পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমি কে?
(খ) আমি পশ্চিমবঙ্গের ছোটো জেলা। আমি কে?
(গ) আমি পশ্চিমবঙ্গের দক্ষিণে বিশাল জলরাশি। আমি কে?
(ঘ) আমি ভারতবর্ষের সব থেকে জনবিরল রাজ্য। আমি কে?
(ঙ) আমি ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। আমি কে?
৭। নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (৩টি) ৩×৫=১৫
(ক) আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য নির্দেশ করো।
(খ) পাঁচটি ভেষজ উদ্ভিদের নাম ও তাদের ব্যবহার লেখো।
(গ) বায়ুদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো।
(ঘ) মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো।
(ঙ) গম চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো।
৮। টীকা লেখো : (২টি) ২½×২=৫
(ক) অ্যালবেডো
(খ) গ্রিনহাউস গ্যাস
(গ) স্থানীয় সময়
(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা।
.....................................................
Your queries/ topics covered: