Join Telegram group

Ads Area

Class 6 mathematics first Unit test questions paper | ষষ্ঠ শ্রেণীর অঙ্ক সাজেশন প্রথম পরীক্ষা

Class 6 Math first Unit test questions paper,  

mathematics Suggestion class 6 question paper

Class 6 math exam paper 

 Table of Content (toc)



1st Summative Evaluation 

Class - VI

Sub. - MATHEMATICS

F.M. - 15

 

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-

a) 1 সরলকোণ = ? সমকোণ।

b) হিন্দু আরবিক সংখ্যায় লেখ - XCV

c) 37452129 -এর 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত?

d) সঠিক উত্তর নির্বাচন কর :- 

P, 3 -র সমান নয় – (i) P> 3 (ii) P <3 (iii) P = 3

(iv) P = 3

e) একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-       2x2 = 4

a) কথায় লেখঃ- (6x - 4)

b) 150 টাকার 2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে ?


3. যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও :- 3x2= 6

a) একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরী করতে পারে। 200 দিনের মধ্যে 2700 টি ল্যাপটপ তৈরী করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে?

b) দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে 280 ও ৪; একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত?

c) রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল?


© By Avijit Ghosh 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area