West Bengal Class 6 math Suggestion | ষষ্ঠ শ্রেণীর গণিত/অঙ্ক সাজেশন West Bengal Class 6 math Suggestion, ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন
West Bengal Class 6 mathematics Suggestion : ষষ্ঠ শ্রেণীর অঙ্ক সাজেশন : West Bengal Class 6
Math Suggestion | ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন নিচে দেওয়া হলো। এই WBBSE Class 6th math Suggestion Question and Answer, Notes | West Bengal Class 6 mathematics Suggestion – ষষ্ঠ শ্রেণীর অঙ্ক সাজেশন থেকে বহুবিকল্প ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th Six VI math Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার জন্য খুব WBBSE Class 6th mathematics Suggestion।"
class 6 3rd summative evaluation mathematics
class 6 3rd summative evaluation mathematics West Bengal board
west bengal board class 6 math solution
Table of Content (toc)
3rd summative evaluation mathematics Suggestion
Full marks -70
Subject: Mathematics
Class 6
1. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও : 1x10 = 10
(i) একটি লঘু অনুপাতের উদাহরণ দাও।
(ii) একটি ত্রিভুজের তিনটি কোণের মান 100°, 45°, 35°। কোণভেদে ত্রিভুজটি কোন প্রকার?
(iii) B-এর প্রতিসম রেখা.... ..টি।
(iv) সত্য বা মিথ্যা লেখো : বৃত্তের সবচেয়ে বড় জ্যা বৃত্তের ব্যাসার্ধ।
(v) কথায় লেখো : pq-10
(vi) 3/20 = কত % ?
(vii) ঘড়িতে 6 টা বাজলে কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
(viii) (12)²= ?
(ix) যে সব পূর্ণবর্গ সংখ্যার একক ঘরের অঙ্ক 6 হবে, তাদের বর্গমূলেরএককের ঘরের অঙ্ক..... বা ...........হবে।
(x) লিপ-ইয়ার হয় এমন দুটি বৎসরের উদাহরণ দাও।
(xi) যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয়—
(a) ট্রাপিজিয়াম (b) কাইট (c) সামন্তরিক (d) কোনোটি নয়।
(xii) 👇
---ছবিতে কতগুলি চতুর্ভুজ আছে?
2. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও : 2 × 10 = 20
(i) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত?
(ii) প্রথম বন্ধুর কাছে 2 টাকা আর দ্বিতীয় বন্ধুর কাছে 1 টাকা 50 পয়সা আছে। তাদের কাছে থাকা টাকার অনুপাত কত লেখো।
(iii) 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
(iv) বিয়োগ করো :
ঘণ্টা মিনিট সেকেণ্ড
9 12 37
- 3 38 41
-------------------------------------------------------------------
(v) লিপ-ইয়ার নয় কোনগুলি : 2003, 1992, 2009, 2012, 2019
(vi) ভাগ পদ্ধতিতে বর্গমূল করো : 1764
(vii) কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে 845 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই পূর্ণবর্গ সংখ্যাটির মান কত?
(viii) সরল করো : 12–(3)+(+6) এর বিপরীত সংখ্যা।
(ix) প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
(x) 15 টি লজেন্সের মধ্যে 6টি লজেন্স নিয়েছ। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিয়েছ?
(xi) একটি চতুর্ভুজাকার প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা ক’টি?
(xii) 4টি 4 দিয়ে 3 লেখো।
3. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 5 × 6 = 30
(i) তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24; দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী হবে হিসাব করি।
(ii) একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করে দেখি।
(iii)। 16⅔ মিটার লম্বা ফিতের ⅜ অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কী পাব হিসাব করি।
(iv) কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500-কে ভাগ করলে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি।
(v) 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি।
(vi) 11:30 a.m.-এ পরীক্ষা শুরু হয়েছে। এখন ডিজিটাল ঘড়িতে টাইম 13:15; এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষা হয়েছে হিসাব করি। 2:30p.m. এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষা হবে এবং তখন ডিজিটাল ঘড়ি কত সময় দেখাবে হিসাব করি।
(vii) প্রত্যেক আকারের কয়টি করে প্রতিসম রেখা আছে লেখো :
সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত।
(viii) ⅖ ও ¼ -কে দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতে প্রকাশ করো।
4.যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5 x 2 = 10
(i) চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60° কোণ একে সমান দু'ভাগে ভাগ করি।
(ii) PQ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। PQ-এর বহিঃস্থ একটি বিন্দু O থেকে PQ-এর উপর OM লম্ব অঙ্কন করো।
(iii) 8 সেমি. ও 6 সেমি. ব্যাসের দুটি বৃত্ত অঙ্কন করো।
© By Avijit Ghosh