Join Telegram group

Ads Area

West Bengal Class 6 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন , class 6 history 3rd unit test suggestion

West Bengal Class 6 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন | WBBSE Class 6th history Suggestion 


West Bengal Class 6 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন West Bengal Class 6 History Suggestion, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন


West Bengal Class 6 History Suggestion : ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন : West Bengal Class 6

 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন নিচে দেওয়া হলো। এই WBBSE Class 6th history Suggestion Question and Answer, Notes | West Bengal Class 6 History Suggestion – ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন থেকে বহুবিকল্প ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th Six VI history Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব WBBSE Class 6th history Suggestion।"

Table of Content (toc)



ক. শূন্যস্থান পূরণ কর: 10 x 4=10

1. বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে খুব বিখ্যাত ছিল..........।

2. কৃষি ও পশুপালনের পাশাপাশি........ ছিল গুরুত্বপূর্ণ জীবিকা।

3. প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল....... সভ্যতায়।

4. পরিবার ও সমাজের নারীর অবস্থা ছিল..........পরে।

5..........……বয়সের মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় কুশান আমলে।

6. গুপ্তচর ও রাজ কর্মচারী হিসেবে …………দের নিয়োগ করা হতো।

7. মৌর্য আমলে ও অর্থনীতির মূলত …………উপরেই নির্ভর করত।

8. কার্যপন ছিল বহু প্রচলিত এক ধরনের.………।

9. দাক্ষিণাত্যের কালো মাটিতে………… চাষ বেশি হতো।

10. কেরালায় ………… ফলন ছিল।

খ. সঠিক উত্তর বেছে নিয়ে লেখো : 5x1=5

1. অগ্রহার ব্যবস্থা হল..…………।

(ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে জমি দান করা / মানুষকে সাহায্য করতে অগ্রসর হওয়া )

2. সুমেরীয় এর লিপিকে ইংরেজিতে বলে………… (কিউনিকর্ণ / খরিষ্ঠ )

3. প্যাপিরাস গাছের ছালে প্রথম লিপিতে শুরু করে................। ( মিশরীয়রা / ভারতীয়রা)

4. পারস্যের হখামনীষীয় বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন........। (দরায়বৌষ / দ্বিতীয় চন্দ্রগুপ্ত)

5. ক্ষত্রপ বলা হতো ............। (প্রদেশের শাসককে/ দেশের রাজা কে)।

গ. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো : 5x1=5

1.মহাবলীপুরম। (i)কুষাণ যুগ

2.গান্ধার শিল্প রীতি (ii)নাগার্জুন

3.গণিতবিদ (iii) তামিল মহাকাব্য

4.মনি মেঘলাই (iv) গুহাচিত্র 

5.অজন্তা (v) রথের মতন মন্দির

ঘ.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: 10x2=20

1.গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতির কারণ কী?

2. দীনার ও সুবর্ণ কী?

3. রূপক কী?

4. স্ত্রীধন কী?

5. মৌর্য আমলের ঘরবাড়ি কি কি দিয়ে তৈরি হতো?

6. জৈনরা কোন কোন ভাষায় সাহিত্য লিখতো?

7.কুষাণ আমলের দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন্দর নগরের নাম লেখো।

৪. গাথাসপ্তশতী গ্রন্থটির বিষয়বস্তু কী? এটি কার লেখা?

9.মৌর্য আমলে সমাজ জীবনের ভিত্তি কি ছিল?

10. ‘চরক সংহিতা’ গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? 

ঙ. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 3x5 = 15

1. গুপ্তযুগে সমাজের বর্ণাশ্রম প্রথা সম্পর্কে যা জান লেখো।

2.প্রাচীন উপমহাদেশের খাবার-দাবার সম্পর্কে কি জান?

3.প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানচর্চা সম্পর্কে যা জান লেখো।

4.ভারতীয় উপমহাদেশে আলেকজাণ্ডারের অভিযান সম্পর্কে যা জান লেখো।

5. মৌর্য আমলে উপমহাদেশে ও বাইরের পৃথিবীর মধ্যে দূত বিনিময় সম্পর্ক কি জানা যায় ? 

6. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে রেশম পথের গুরুত্ব কেমন ছিল?

7. বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কেন?

চ. টীকা লেখো : (যেকোনো তিনটি)3x5=15

1.তাম্রলিপ্ত

2.প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা

3.তক্ষশিলা মহাবিহার।

4.প্রাচীন ভারতের শিক্ষক

© by Avijit Ghosh 


West Bengal Class 6 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন


West Bengal Class 6 History Suggestion | ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন West Bengal Class 6 History Suggestion, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area