Join Telegram group

Ads Area

Class 6 paribesh o biggyan First units exam paper | ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান ফাস্ট ইউনিট প্রশ্ন পত্র

Class 6 paribesh o biggyan First units exam paper
 ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান ফাস্ট ইউনিট প্রশ্নপত্র 
Class 6 paribesh o biggyan suggestion
Class 6 paribesh o biggyan First units exam paper

Table of Content (toc)



1st Summative Evaluation 

Class - VI

Sub. - পরিবেশ ও বিজ্ঞান

F.M. - 15



১। সঠিক উত্তর নির্বাচন করো :- ১×৫=৫

১.১. কেলাস গঠন করতে পারে না – (ক) চিনির দ্রবণ (খ) ময়দা (গ) কলিচুন।

১.২. সত্য না মিথ্যা লেখ :-

অক্সিজেন গ্যাস বাতাসের থেকে সামান্য ভারী।

১.৩. CCI, সংকেত দেখে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত?

১.৪. শূন্যস্থান পূরণ ঃ-

গাছের তৈরী খাবারে সৌরশক্তি..........শক্তিতে পরিণত হয়ে খাদ্যের মধ্যে আবদ্ধ থাকে।

১.৫ মিথোজীবীতা কি?

২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :-

(যেকোন দুটি) ২x২ = ৪

২.১ কোন্ পদ্ধতিতে পৃথক করবে? 

ক) নুন ও জলের দ্রবণ।

খ) কাদা গোলা জল।

গ) বালি ও লোহাচূর্ণের মিশ্রণ।

২.২ মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য লেখ।

২.৩ সংকেত দেখে চেনো :-

ক) Cl2 খ) NH3 গ) CO2 ঘ) Cu


২.৪ মানুষের দেহে কি কি উপায়ে রাসায়নিক কীটনাশক ও সারের বিষক্রিয়া দেখা যেতে পারে, দেহের কোন্ কোন্ অঙ্গের উপর প্রতিক্রিয়া সৃষ্টি হয়?

৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- ৩×২=৬

৩.১ বাঘ বন্য প্রাণিদের মাংস খেয়ে বেঁচে থাকে। তবুও বলা যেতে পারে বাঘ খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভর করে। সেটি কিভাবে হয় ব্যাখ্যা কর। প্রজাপতি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে?

৩.২ কারণ ব্যাখ্যা কর :- ২+১=৩

 ক) কৃষিক্ষেত্রে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করা হলে স্প্রে করা হয়।

খ) কাটা ফল খাওয়া বিপজ্জনক।

গ) অনেক উঁচু পাহাড়ে উঠলে শ্বাসকষ্ট হয়। ১+১+১=৩

৩.৩ শিশির কি? গরমকালে শিশির জমে না কেন ? ২+১=৩


©By Avijit Ghosh 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area