Join Telegram group

Ads Area

Bangla Gk / কারেন্ট অ্যাফেয়ার্স



 ♻️পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স ♻️

🌉 আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 🌉

22/03/22


1) বিশ্ব জল দিবস পালন করা হয় 22 মার্চ, (এই বছরের থিম Groundwater making the invisible visible)।


2) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে আরও 1 বছর নিযুক্ত থাকবেন জয় শাহ, (এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান অমিতাভ চৌধুরী, সদর দপ্তর কলম্বো)


3) Sportsstar Aces 2022: নীরজ চোপড়া স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার জিতলেন, (স্পোর্টস্টার অফ দ্য ইয়ার (মহিলা) পুরস্কার জিতলেন মীরাবাঈ চানু)।


4) শ্রী ধর্মজিভান গাথা গুরুদেব শ্রীশ্রাজি মহারাজের জীবনী লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


5) পুতুল উৎসব অনুষ্ঠিত হতে চলেছে নিউ দিল্লিতে, (উৎসবটি অর্গানাইজ করবে সংগীত নাটক একাডেমি, থিম আজাদীকে কে রং, পুতুলকে সং)।


6) More than Just Surgery: Life Lessons Beyond the OT নামে বইটি লিখলেন Tehemton Erach Udwadia


7) 35তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো হরিয়ানায়, (হরিয়ানার রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়, রাজধানী - চন্ডিগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর)।


৪) মহিলা মানি, ভিসা এবং ট্রান্সকর্প নারী উদ্যোক্তাদের জন্য প্রিপেইড কার্ড চালু করলো, (ট্রান্সকর্প ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক গোপাল শৰ্মা)।


9) UPI Lite On Device wallet লঞ্চ করতে চলেছে NPCI, (NPCI সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র, সিইও দিলীপ আসবে)। 

10) 'Road to 1000' নামে বইটি রিলিজ করলো স্পোর্টস্টার এবং হিন্দু গ্রুপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area