Class 6 computer first Unit test questions paper 2023
Class 6 1st summative evaluation 2022-23 question paper suggestion
1st Summative Evalution-2022-23
Subject :- Computer
Class - VI,
F.M-15
A. ‘সত্য' অথবা ‘মিথ্যা’ লেখো : ১×৫ = ৫
১. কম্পিউটার একটি ধীরগতি সম্পন্ন গণকযন্ত্র।
২. মনিটর একটি ইনপুট যন্ত্র।
৩. CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা।
৪. কিবোর্ড একপ্রকার আউটপুট যন্ত্র।
৫. মেমোরিতে তথ্য সঞ্চয় করা যায় না।
B. শূন্যস্থান পূরণ করো : ১×৫ = ৫
১. মাউস একটি-.......যন্ত্র।
২. প্রিন্টার একপ্রকার......যন্ত্র।
৩.........একপ্রকার ক্ষতিসাধক কম্পিউটার প্রোগ্রাম।
8..........দ্বারা তথ্য বিশ্লেষিত হয়।
5. GB-র পুরো নাম............বাইট।
C. সঠিক উত্তরটি তলায় দাগ দাও : ১×৫ = ৫
১. আধুনিক সভ্যতার সর্বশ্রেষ্ঠ অবদান - কম্পিউটার / টেলিভিশন।
২. কম্পিউটার ইনপুট / আউটপুট গুলিকে বিশ্লেষন করে।
৩. কম্পিউটার ব্যবহার করে দ্রুত/ ধীর গতিতে কাজ করা যায়।
৪. মেমোরিতে / CPU-তে সঞ্চয় করা যায়।
৫. মাউস / মনিটর একটি ইনপুট যন্ত্র।