Class 6 Paribesh 2nd unit test questions paper | class 6 Paribesh 2nd summative evaluation questions paper 2022-23
Your queries (toc)
2nd Summative Evaluation
Class -VI,
Sub - Paribesh
F.M-25
১) নিচের প্রশ্নগুলির উত্তর লেখঃ 1X6 = 6
ক) ‘লোহার প্রধান আকরিক হল'.......(শূন্যস্থান পূরণ করো)।
খ) নিচের লাইন থেকে প্রাথমিক ও লব্ধ রাশি শনাক্ত করো
👉 ভর,আয়তন, বেগ, সময়
গ) চাপ = ?/ ক্ষেত্রফল (? কি হবে)।
ঘ) আমাদের হাঁটুতে ......সন্ধি আছে। (শূন্যস্থান পূরণ করো)
ঙ) বক্ষপিঞ্জর-এর হাড় দেহের ঠিক মাঝ খানে আছে (সত্য/মিথ্যা) লেখো।
চ) শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লোহিত রক্ত কনিকা । (সত্য / মিথ্যা) লেখো।
২) নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও- 1X10 = 10
(পুরো বাক্যে লিখবে)
ক) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
খ) একটি সংকর ধাতুর উদাহরন দাও ।
গ) ভর মাপার যন্ত্রের নাম কি ?
ঘ) একটা ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হল ।
এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে ?
ঙ) SI পদ্ধতিতে চাপের একক কি ?
চ) সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে হৃদপিণ্দের কোন কঠুরিতে আসে?
ছ) সুস্থ মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়?
জ) ক্যাল শিয়ামের অভাবে দেহে কি লক্ষন ফুটে ওঠে?
ঝ) একটি প্রানীর উদাহরণ দাও যার দেহে হাড় বা অস্থি নেই?
ঞ) স্বাভাবিক ওজনের দেহভর সূচক কত?
৩) সংক্ষিপ্ত উত্তর লেখঃ
ক) ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো? 2
খ) এক সৌরদিন কাকে বলে? 2
গ) বল কাকে বলে ? 2
ঘ) একটি খাদ্য শৃঙ্খলের উদাহরন দাও। 3
অথবা
প্লাস্টিকের তৈরি হুক অথবা যার পেছনের অংশ রবারের তৈরি, এমন একটা হুক মসৃন দেওয়ালে চেপে ধরতেই আটকে গেল। টেনে খোলার চেষ্টা করলেও খুলছে না কেন ? 3
Your queries: