Join Telegram group

Ads Area

kanyashree prakalpa recruitment 2022 | রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার পদে নিয়োগ 2022

 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার পদে নিয়োগ | তিন বছরের জন্য চাকরি।

kanyashree prakalpa recruitment 2022

রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় ডিসট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ডাটা ম্যানেজার পদে ভ্যাকান্সি রয়েছে। যেকারনে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে জলপাইগুড়ি জেলার তিনটে ব্লকে।

নোটিশ নম্বরঃ 205/DMPU(KP)

নোটিশ প্রকাশের তারিখঃ 10.03.2022

পদের নামঃ ডাটা ম্যানেজার (Data Manager)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এবং স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকবে হবে। 

মাসিক বেতনঃ 11,000 টাকা .

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 37 বছরের মধ্যে হতে হবে। 

বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই জলপাইগুড়ি জেলার স্থানীয় স্থায়ী বাসিন্দা হতে হবে। 

শূন্যপদঃ 3 টি ।

ব্লকভিত্তিক শুন্যপদঃ 

(1) Banarhat Block-1 টি 

(2) Kranti Block- 1 টি 

(3) Raiganj Block- 1 টি 

নিয়োগ প্রক্রিয়াঃ  

তিনটে প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হবে- 

(1) লিখিত পরীক্ষা- 50 নম্বর 

(2) কম্পিউটার টেস্ট- 40 নম্বর 

(3) ইন্টারভিউ- 10 নম্বর 

চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (৩ বছরের জন্য নিয়োগ করা হবে)। 

আবেদন প্রক্রিয়াঃ

অফিসিয়াল নোটিশটিসে তিন নম্বর পেজ থেকে ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে। A4 সাইজের প্রিন্ট করে তারপর ফর্মটি সঠিকভাবে পুরন করতে হবে এবং তার সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স অ্যাটাচ করে দিতে হবে। এরপর সেগুলিকে একটি খামে ভরে নিদৃষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ

Kanyashree Section, 2nd Floor, District Magistrate Office, Jalpaiguri.

আবেদন ফিঃ আবেদন করতে কোনো প্রকার টাকা লাগছে না।

আবেদন শেষ তারিখ 👉30.03.2022

♻️ Official Notification Download

📌 Official Website Link


✍️বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area