Join Telegram group

Ads Area

রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ২০২২ , অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন । | Civic volunteer Recruitment 2022 in west bengal

 

রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ২০২২ , অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন ।



নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় পুরুষ- মহিলা এখানে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

Kolkata Police Civic Volunteer Recruitment 2022

নোটিশ নম্বরঃ FRC/ENROL/01/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 19 এপ্রিল 2022।

পদের নাম- সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)

মোট শূন্যপদ- ৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর কে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই প্রার্থীকে ফিট থাকতে হবে সঙ্গে প্রার্থীকে অবশ্যই কলকাতা পুলিশ এখতিয়ারের এর অধিবাসী হতে হবে।

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইট থেকে প্রার্থীর আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। ইংরেজিতে বড়ো হাতের লিখে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে ওই খামের ওপরে বড় হাতের অক্ষরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER.

আবশ্যিক যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কলকাতা পুলিশ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013 -এর দপ্তরে সরাসরি গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস যোগ করতে হবে তা হল

) সেল্ফ অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র।

২) সেল্ফ অ্যাটেস্টেড করা আইডেন্টি কার হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪) সম্প্রতি তোলা সেলফি টেস্ট করা এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো।

৫) যদি কোনো প্রার্থীর এক্সট্রা কারিকুলাম থেকে থাকে তা যোগ করতে হবে।

নির্বাচন পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

 আবেদন ফিঃ সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির আবেদন করার জন্য টাকা লাগছে না। 

আবেদন করার শেষ তারিখ- ২৬ শে এপ্রিল, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।

✅ Official website LINK

📌 Official Notice download Link


*************************************************


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area