ব্লকে ব্লকে GP তে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | WB Health Recruitment 2022
রাজ্যে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতায় এবার স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কর্মী নেওয়া হচ্ছে রাজ্যের জেলা স্তরে । জেলার ব্লকে ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত (GP) তথা গ্রামে নেওয়া হবে কর্মী। এখানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম:
স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ (Health worker ) । ব্লকে ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকরীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরাও সমানভাবে আবেদন করতে পারবেন। কেবলমাত্র বিবাহিত , বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এখানেতে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
01/01/2022 তারিখের হিসাব অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40 বছর। এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিতে হবে।
2. এই Application Form এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, সেটিকে A4 সাইজের ডাউনলোড করে নিতে হবে ।
3. এরপর নিজের সকল তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি পূরণ করে নিতে হবে খুব যত্ন সহকারে।
4. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করবেন। সঙ্গে একটি সিগনেচার করে দিতে হবে। পাশাপাশি নিজের সমস্ত ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
2. নিজের মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড।
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
6. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কর্মী নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করে নেওয়া হবে।
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করা হবে ।
2. এই শর্ট লিস্টিং করা হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং এই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের দেওয়া হবে নম্বর।
3. এরপর প্রার্থীদের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ইন্টারভিউয়ের কল লেটার, সেখানে উল্লেখ থাকবে ইন্টারভিউয়ের দিন ও ঠিকানা।
4. উক্ত ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে প্রার্থীদের পৌঁছে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
5. প্রার্থীদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে এই ইন্টারভিউয়ে।
6. সবার শেষে নিয়োগের মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের থেকে যোগ্য প্রার্থী বেছে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 14/09/2022 তারিখ বিকাল ৫ টার মধ্যে স্পীড পোস্ট কিংবা কুরিয়ার পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন।
✅ Website Link
📌 Download Link