রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-D নিয়োগ 2022 , নিরক্ষররাও চাইলে আবেদন করতে পারবে
রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে গ্রুপ-ডি পার্ট টাইম সুইপার (PNB Group-D Part Time Sweeper) নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। নিয়োগ করা হবে পুরুলিয়া সার্কেলের বিভিন্ন ব্র্যাঞ্চ অফিসে। এই চাকরির ক্ষেত্রে নিরক্ষর ব্যক্তিরাও চাইলেই আবেদন করতে পারবে।
PNB Bank Purulia Circle group D Recruitment 2022
পদের নাম: পার্ট টাইম সুইপার- গ্রুপ-ডি (Part Time Sweeper- Group-D)
মোট শূন্যপদ: দুইটি জেলা মিলিয়ে 23 টি শূন্যপদ ।
জেলাভিত্তিক শূন্যপদ:
(1) পুরুলিয়া- 12 টি (SC-3, OBC-3, UR-5, EWS-1)
(2) বাঁকুড়া- 11 টি (SC-2, ST-1, OBC-2, UR-5, EWS-1)
বেতন : প্রতি মাসে 14,500 থেকে 28,145 টাকার মধ্যে বেতন দেওয়া হবে ।
বয়সসীমা: 01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে থাকতে হবে । SC, ST শ্রেনিরা সরকারী নিয়ম অনুসারে ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশের কম যোগ্যতা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করা যাবে না।
এক্ষেত্রে একজন অশিক্ষিত বা নিরক্ষর লোকও চাকরি করার জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের পার্ট টাইম গ্রুপ-ডি সুইপার পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করার জন্য একটি দরখাস্ত লিখে তার সাথে দরকারি কিছু ডকুমেন্ট এর জেরক্স জুড়ে দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
দরখাস্তে যেসমস্ত তথ্য লিখতে হবে:
(1) নাম
(2) পিতার নাম/ স্বামী/ স্ত্রীর নাম
(3) জন্ম তারিখ
(4) 01.07.2022 তারিখ অনুযায়ী বয়স
(5) কোন জেলার স্থায়ী অধিবাসী
(6) শিক্ষাগত যোগ্যতা
(7) শ্রেণি (সাধারণ/ এসসি/ এসটি/ ওবিসি/ ইডব্লিউএস)
(8) স্থায়ী ঠিকানা
(9) যোগাযোগের ঠিকানা
(10) মোবাইল নম্বর
(11) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নম্বর
(12) স্থান
(13) স্বাক্ষর
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে:
(1) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড
(2) পাসপোর্ট সাইজের ছবি (দরখাস্তের উপরের অংশে ডানদিকে লাগাতে হবে)
(3) স্কুল লিভিং সার্টিফিকেট
(4) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি থাকে)
(5) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(6) ঠিকানার প্রমান হিসেবে ভোটার কার্ড
(7) পরিচয়পত্র হিসেবে আঁধার কার্ড
(8) জেলার স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে স্থায়ী বসবাসের প্রমান (বাসিন্দা সার্টিফিকেট- এটি পঞ্চায়েত অথবা পৌর সভার অফিস থেকে পাওয়া যাবে)
(9) প্যান কার্ড
(10) জন্ম সার্টিফিকেট
আবেদনপত্র জমা করার ঠিকানা:
আবেদনপত্রের দরখাস্ত এবং উপরে জানানো ডকুমেন্ট গুলি একটি খামে ভরে খামটিকে নিচের ঠিকানায় স্পীড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।
সার্কেল হেড
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক,
সার্কল অফিস পুরুলিয়া,
এইচআরডি ডিপার্টমেন্ট,
শশধর গাঙ্গুলি রোড, রাজাবাঁধপাড়া,
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, পিন-৭২৩১০১।
বিশেষ যোগ্যতা:
যে জেলাতে নিয়োগ করা হবে আবেদনকারীকে অবশ্যই সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
✅রাজ্যের দুইটি জেলার চাকরিপ্রার্থীরা এই গ্রুপ-D চাকরির জন্য আবেদন করতে পারবে।
আবেদনের তারিখ:
👉আবেদন শুরু হয়েছে 27.08.2022।
👉আবেদন জমা দেয়ার শেষ তারিখ আগামী 05.09.2022 ।
✅Website Link
✅Notice Download Link
© Sarkari Chakrir Khabor