Join Telegram group

Ads Area

Gkhistory | Gk Bangla | government exam gk Bangla | daily current affairs

 Daily current affairs 2022



🔷1. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন―হর্ষবর্ধন।

🔷 2. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল―কৌনজ।

🔷 3. "হর্ষাব্দ" কবে প্রবর্তিত হয়―606 খ্রিস্টাব্দ।

🔷 4. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন―বানভট্ট।

🔷 5. "হর্ষচরিত" কার রচনা―বানভট্ট।

🔷 6. হর্ষবর্ধন শেষজীবনে কোন ধর্মালম্বী ছিলেন―বৌদ্ধ।

🔷7. 'রত্নাবলী' বইটির লেখক কে―হর্ষবর্ধন।

🔷8. হর্ষবর্ধনের সময় নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন―মহাপণ্ডিত শীলভদ্র।

🔷9. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন―শশাঙ্ক।

🔷10. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন―গৌড়ের।

🔷11. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল―কর্ণসুবর্ণ।

🔷12. শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন―শৈব।

🔷13. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন―ধর্মপাল।

🔷14. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন―বল্লালসেন।

🔷15. সেন বংশের শেষ রাজা কে ছিলেন―লক্ষনসেন।

🔷16. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন―বল্লালসেন।

🔷17. গুপ্তযুগের একটি সামুদ্রিক বন্ধরের নাম কি―তাম্রলিপ্ত।

🔷18. কোন গ্রন্থকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়―চরকসংহিতা।

🔷19. "কামসূত্র" কে রচনা করেন―বাৎস্যায়ন।

🔷20. পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন―বিষ্ণুশর্মা।

🔷21. "মনুসংহিতা" কি―মনুর রচিত একটি গ্রন্থ।

🔷22. "স্বপ্নবাসবদত্তা" নাটকটি কার রচনা― ভাস এর।

🔷23. সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মিত করেন―84 হাজার।

🔷24. ইলোরার গুহামন্দির কোন যুগে নির্মিত হয়―গুপ্তযুগে।

🔷25. কোন শাসক কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন―প্রথম নরসিংহ বর্মন।

🔷26. হজরত মহাম্মব্দের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে―632।

🔷27. সুলতান মামুদ প্রথম কবে ভারতবর্ষ আক্রমন করেন―1000 খ্রিস্টাব্দে।

🔷28. সুলতান মামুদকে কে প্রথম বাধা দেন―রাজা জয়পাল।

🔷29. সোমনাথ মন্দির কে লুট করেন―সুলতান মামুদ।

🔷30. আলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন―সুলতান মামুদের সঙ্গে।

🔷31. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে―মোহাম্মদ ঘড়ি।

🔷32. "তহকিক-ই-হিন্দ" কার রচনা―আলবেরুনী।

🔷33. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে―ইলতুমিস।

🔷34. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোগল নেতা ভারত সীমান্তে উপস্থিত হন―চেঙ্গিজ খাঁ।

🔷35. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে―জালালউদ্দীন খলজী।

🔷36. খলজী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন―আলাউদ্দিন খলজী।

🔷37. দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন―আলাউদ্দিন খলজী।

🔷38. তুঘলক বংশের প্রতিষ্ঠতা কে―গিয়াসউদ্দিন তুঘলক।

🔷39. দিল্লির কোন সুলতান "কর্মবিনিয়োগ কেন্দ্র" তৈরি করেন―ফিরোজ শাহ তুঘলক।

🔷40. তৈমুর লঙ কবে ভারত আক্রমন করেন―1398।

🔷41. কোন সুলতানের আমলে তৈমুর লঙ ভারত আক্রমন করেন―নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।

🔷42. কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে―পানিপথের প্রথম যুদ্ধের।

🔷43. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে―বাবর।

🔷44. বাবরের পিতার নাম কি―ওমর শেখ মির্জা।

🔷45. বাবরের পুরো নাম কি―জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।

🔷46. "বাবরনামা" কার লেখা―সম্রাট বাবরের।

🔷47. বাবারনাম কোন ভাষায় লেখা―তুর্কি।

🔷48. পানিপথের প্রথম যুদ্ধ―1526।

🔷49. "হুমায়ুননামা" কে রচনা করেন―গুলবদন বেগম।

🔷50. দিল্লির সিংহাসনে শূর বংশের প্রতিষ্ঠাতা কে―শের শাহ।

🔷51. শেরশাহ কত বছর রাজত্ব করেন―পাঁচ বছর।

🔷52. কে ডাক ব্যাবস্থার প্রচলন করেন―শেরশাহ।

🔷53. শের শাহের হিন্দু সেনাপতির নাম কি―ব্রহ্মজিৎ গৌড়।

🔷54. কবুলিয়ত ও পাট্টা প্রথার কে প্রবর্তন করেন―শের শাহ।

🔷55. শের শাহের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়―1545।

🔷56. আকবরের প্রকৃত নাম কি ছিল―জালালউদ্দিন মোহাম্মদ আকবর।

🔷57. আকবরের অভিভাবক কে ছিলেন―বৈরাম খাঁ।

🔷58. মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন―রানা প্রতাপ সিংহ।

🔷59. আকবরের শেষ রাজ্যজয় কোনটি―অসিরগড় দুর্গ।

🔷60. আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি―টোডরমল।

🔷61. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন―সম্রাট।

🔷62. ইবাদতখানা কোথায় অবস্থিত―ফতেপুরসিকরিতে।

🔷63. দিন-ই-ইলাহী প্রথা কে প্রবর্তন করেন―আকবর।

🔷64. দিন-ই-ইলাহী মত গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন―বীরবল।

🔷65. কোন মোগল সম্রাটকে 'জাতীয় সম্রাট' বলা হয়―আকবরকে।

🔷66. জাহাঙ্গীরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন―স্যার টমাস রো।

🔷67. শাহজাহানের প্রীতম পত্নীর নাম কি―মমতাজ।

🔷68. শাহজাহানের পর কে মোগল সিংহাসনে বসেন―ওরঙ্গজেব।

🔷69. ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেন―আলমগীর বাদশাহ গাজী।

🔷70. কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যবভিশেষক হয়―1674 খ্রিস্টাব্দে।

🔷71. নাদির শাহ কবে ভারত আক্রমন করেন―1739 খ্রিস্টাব্দে।

🔷72. ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ কি কি―সৎনামি ও জাঠদের বিদ্রোহ।


**********************************************


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area