Join Telegram group

Ads Area

Daily Current Affairs 2022 | Gk Bangla | geography gk current affairs | geography current affairs 2022

 



ভৌগোলিক উপনাম

=======================

১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ কে?

উঃ আফ্রিকা মহাদেশকে।

২. আগুনের দ্বীপ কোন দেশকে?

উঃ আইসল্যান্ড কে।

৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?

উঃ তুরস্ক কে।

৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?

উঃ সুইজারল্যান্ড কে।

৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?

উঃ বেলজিয়াম কে।

৬. বজ্রপাতের দেশ বলা হয়?

উঃ ভুটান কে।

৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?

উঃ সানফ্রান্সিসকো কে।

৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

উঃ বেলজিয়াম কে।

৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?

উঃ নিউইয়র্ক কে।

১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?

উঃ কেন্ট কে।

১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?

উঃ ঢাকা কে।

১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?

উঃ বেলগ্রেড কে।

১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কিউবা কে।

১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগো কে।

১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ ফিনল্যান্ড কে।

১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?

উ: স্টকহোম কে।

১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগো কে।

১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?

উঃ অস্ট্রেলিয়া কে।

১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?

উঃ জয়পুর, রাজস্থান।

২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?

উঃ এবারডিন কে

২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ কুইটো কে

২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?

উঃ রোম কে।

২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?

উঃ নাটাল।

২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?

উঃ হোয়াংহো কে।

২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ নিউইয়র্ক কে।

২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?

উঃ নিউজিল্যান্ড কে।

২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়? উঃতাঞ্জোর কে

২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?

উঃ সিডনী কে।

২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ ভেনিস কে।

৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?

উঃ ওশেনিয়া কে।

৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?

উঃ ভেনিস কে।

৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?

উঃ লাসা কে।

৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ নরওয়ে কে।

৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?

উঃ রোম কেm

৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?

উঃ ইয়াং সি কিয়াং।

৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?

উঃ মিশর কে।

৩৭. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?

উঃ মিশর।

৩৮. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?

উঃ পাঞ্জাব কে।

৩৯. পবিত্র পাহাড় বলা হয় কোন পাহাড় কে?

উঃ ফুজিয়ামা কে।

৪০. পবিত্র নগরী বলা হয় কোন শহর কে?

উঃ জেরুজালেম কে।

৪১. পবিত্র দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ ফিলিস্তিন কে।

৪২. পশু পালনের দেশ নামে পরিচিত?

উঃ তুর্কিস্তান।

৪৩. পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত?

উঃ কুইবেক।

৪৪. পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?

উঃ করাচী কে।

৪৫. পান্নার দ্বীপ বলা হয় কোন দেশ কে?

উঃ আয়ারল্যান্ড কে।

৪৬. পিরামিডের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ মিশর কে।

৪৭.পোপের শহর নামে পরিচিত

উঃ রোম।

৪৮. প্রাচীরের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ চীন কে।

৪৯. প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহর কে?

উঃ নারায়নগঞ্জ কে।

৫০. প্রাচ্যেও ম্যানচেস্টার বলা হয় কোন শহর কে?

উঃ ওসাকা, জাপান কে।

৫১. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহর কে?

উঃ ব্যাংকক কে।

৫২. প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশ কে?

উঃ জাপান কে।

৫৩. পৃথিবীর ছাদ বলা হয় কাকে?

উঃ পামির মালভূমি কে।

৫৪. পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে?

উঃ কিউবা কে।

৫৫. বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃভুটান কে

৫৬. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগো কে।

৫৭. বাজারের শহর বলা হয় কোন শহর কে?

উঃ কায়রো কে।

৫৮. বাংলার ভেনিস বলা হয় কাকে?

উঃ বরিশাল কে।

৫৯. বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কোনটি কে?

উঃ প্রেইরি কে।

৬০. ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?

উঃ মুম্বাই কে।

৬১. ভাটির দেশ বলা হয় কোন দেশকে? উঃ বাংলাদেশ কে

৬২. ভারতের উদ্যান বলা হয়?

উঃ লক্ষ্ণৌ কে।

৬৩. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় ?

উঃ জিব্রাল্টার কে

৬৪. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ জাপান কে।

৬৫. মটর গাড়ির শহর নামে পরিচিত?

উঃ ডেট্রয়েট

৬৬. মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ ইটালী।

৬৭. ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কানাডা কে।

৬৮. রৌপের শহর বলা হয় কোন শহর কে?

উঃ আলজিয়ার্স কে।

৬৯. লবঙ্গ দ্বীপ নামে পরিচিত?

উঃ জাঞ্জিবার।

৭০. লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কানাডা কে।

৭১. শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে?

উঃ থাইল্যান্ড কে।

৭২. শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত?

উঃ গিনি কোস্ট।

৭৩. সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ বাংলাদেশ কে।

৭৪. সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ মায়ানমার কে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area