Geography gk questions and answers for govt exams.
১)ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
👉কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2।
২) কারাকোরাম পর্বতের অপর নাম কি?
👉কৃষ্ণগিরি।
৩)ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉কাঞ্চনজঙ্ঘা।
৪)ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
👉কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।
৫)ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
👉লাদাখ।
৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
👉দাক্ষিণাত্য মালভূমি।
৭)ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
👉রাজস্থানের সম্বর হ্রদ।
৮)ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
👉প্যাংগং হ্রদ।
৯)দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉আনাইমুদি।
১০)কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?
👉কারেওয়া।
১১)মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
👉ছোটনাগপুর মালভূমি।
১২)অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉কাংটো।
১৩)কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
👉সিঙ্গালিলা শৈলশিরা।
১৪)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
👉সান্দাকফু।
১৫)ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
👉কাঞ্চনজঙ্ঘা।
১৬)কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে
স্থানীয় ভাষায় কি বলে?
👉তাল।
১৭)কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
👉শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়।
১৮)ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
👉দেরাদুন।
১৯)ভারতের কোথায় জাফরান চাষ হয়?
👉জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে।
২০) ভূস্বর্গ কাকে বলা হয়?
👉কাশ্মীর উপত্যকাকে।
২১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
👉উলার হ্রদ।
২২)জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?
👉বানিহাল গিরিপথ/জহর ট্যানেল।
২৩)ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?
👉 উড়িষ্যার চিল্কা হ্রদ।
২৪)ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?
👉 কার্ডামম পর্বত।
২৫)মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
👉কয়াল।
২৬)ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
👉ভেম্বানাদ কয়াল।
২৭)ভারতের হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
👉উত্তরাঞ্চলের দেরাদুন।
২৮)রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
👉1953 খ্রিস্টাব্দে।
২৯)রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ কবে কার্যকর হয়?
👉1956 খ্রিস্টাব্দে।
৩০)ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি কি?
👉ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা।
৩১)ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি?
👉অন্ধপ্রদেশ।(1953 খ্রিস্টাব্দে গঠিত হয়)।
৩২)ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
👉তেলেঙ্গানা।
৩৩)কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়?
👉অন্ধ্রপ্রদেশ।
৩৪)অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি?
👉অমরাবতী।
৩৫)তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
👉 হায়দ্রাবাদ।
৩৬)সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
👉 1975 খ্রিস্টাব্দে।
৩৭)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী?
👉10 ডিগ্রি চ্যানেল।
৩৮)কোন প্রণালী লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে পৃথক করেছে?
👉9 ডিগ্রি চ্যানেল।
৩৯)লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত?
👉8 ডিগ্রি চ্যানেল।
৪০)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
👉দক্ষিণ আন্দামান।
৪১)কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে ক্ষুদ্র আন্দামান থেকে পৃথক করেছে?
👉ডানকান প্রণালী।
৪২)গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
👉1987 খ্রিস্টাব্দে।
৪৩)অন্ধ্রপ্রদেশ ভেঙে কবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 👉2014 খ্রিস্টাব্দের 2রা জুন।
৪৪)মেঘালয় মালভূমির উচ্চতম অংশের নাম কি?
👉শিলং।
৪৫)পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে মিলিত হয়েছে?
👉নীলগিরি পর্বত।
৪৬)মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কবে ছত্রিশগড় গঠিত হয়?
👉2000 সালের 1লা নভেম্বর।
৪৭)উত্তর প্রদেশ রাজ্য ভেঙে কবে উত্তরাখণ্ড গঠিত হয়?
👉2000 সালের 9ই নভেম্বর।
৪৮)বিহার রাজ্য ভেঙে কবে ঝাড়খন্ড গঠিত হয়?
👉2000 সালের 15 ই নভেম্বর।
৪৯)ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম লিখো।
👉পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
৫০)কোদাইকানাল হিল স্টেশন কোথায় অবস্থিত?
👉তামিলনাড়ুর পালানি হিল।
************************