পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB District Court LDC, Group-C, Group-D Recruitment 2022
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রচুর পরিমানের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এখানে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোর্ট এর তরফে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার প্রতিটি বাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
পদের নাম: যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
1.স্টেনোগ্রাফার (Stenographer),
2.লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC),
3.প্রসেস সার্ভার (Process Server),
4.গ্রুপ ডি পিয়ন/নাইট গার্ড(Group D)
5. সুইপার
1.পদের নাম: স্টেনোগ্রাফার
মোট শূন্যপদ- 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে এবং মিনিটে শর্টহ্যান্ড এ 80 টি শব্দ , টাইপিং 30 টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বেতন: প্রতিমাসে 32,100/- টাকা থেকে 82,900/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সঙ্গে গ্রেট পে ও আরো অন্যান্য সরকারি ভাতা পাবেন ।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে । SC/ST চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
2.পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
মোট শূন্যপদ- 22 টি ।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকরীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং জানতে হবে।
বেতন: চাকরি প্রার্থীরা প্রতিমাসে 22,700/- টাকা থেকে 58,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সঙ্গে গ্রেট পে ও আরো অন্যান্য সরকারি ভাতা পাবেন ।
বয়স: আবেদনকরীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে । SC/ST চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
3. পদের নাম : প্রসেস সার্ভার (Process Server)
মোট শূন্যপদ- 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বেতন: চাকরি প্রার্থীরা প্রতিমাসে 21,100/- টাকা থেকে 54,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সঙ্গে গ্রেট পে ও আরো অন্যান্য সরকারি ভাতা দেওয়া হবে ।
বয়স: আবেদনকরীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে । SC/ST চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
4.পদের নাম : গ্রুপ ডি পিয়ন/ নাইট গার্ড (Group D)
মোট শূন্যপদ- 28 টি ।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বেতন: চাকরি প্রার্থীরা প্রতিমাসে 17,000/- টাকা থেকে 43,600/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সঙ্গে গ্রেট পে ও আরো অন্যান্য সরকারি ভাতা পাবেন।
বয়স: আবেদনকরীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে । SC/ST চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
4. পদের নাম : সুইপার (Group D)
মোট শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বেতন: চাকরি প্রার্থীরা প্রতিমাসে 17,000/- টাকা থেকে 43,600/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে গ্রেট পে ও আরো অন্যান্য সরকারি ভাতা পাবেন।
বয়স: আবেদনকরীর বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
1. চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
2. যে সমস্ত চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের নামের লিস্ট অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
3. এরপর চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট দিনে ইন্টারভিউর জন্য ডাকা হবে। যেসব ক্ষেত্রে কম্পিউটার টেস্ট এর প্রয়োজন সেসব ক্ষেত্রে ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট একই দিনে নেওয়া হবে।
4. যে সমস্ত চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ে পাস করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশন শেষে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের ডিসটিক কোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন অথবা নিচে অফিশিয়াল ওয়েবসাইট ও সরাসরি আবেদনের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:-
1. প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
2. এরপর চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
3. এরপর পার্সোনাল ডিটেলস ও শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিয়ে অনলাইনে আবেদন এর ফরম ফিলাপ করতে হবে।
4. এরপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এছাড়াও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
5. এরপর প্রার্থীদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবং অবশেষে পেমেন্ট হয়ে গেলে আবেদন সম্পন্ন হবে, আবেদন সম্পন্ন হওয়ার পরে চাকরিপ্রার্থীদের আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনের শেষ তারিখ : অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলবে আগামী 10/06/2022 তারিখ পর্যন্ত।
✅ অফিসিয়াল ওয়েবসাইট : Link
✅ নোটিস ডাউনলোড : লিংক
✍️ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু অফিশয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে অবশ্যই নোটিস- টি পড়ে বুঝে তারপর আবেদন করবেন ।
*********************************************