বৈদিক সভ্যতা (১৫০০-১০০০ খ্রীঃ পূঃ ) ইতিহাস MCQ question answer / Gk history
বৈদিক সভ্যতা (১৫০০-১০০০ খ্রীঃ পূঃ )
🔵৩০+ প্রশ্নোত্তর
💠আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ বেদ ।
💠ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?
উঃ বেদ ।
💠বেদের অপর নাম কী ?
উঃ শ্রুতি ।
💠বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উঃ ঋকবেদ ।
💠ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ছিল ?
উঃ অগ্নি ।
💠বেদের শেষ ভাগের নাম কী ?
উঃ অথর্ববেদ ।
💠বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলে ?
উঃ উপনিষদ ।
💠প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?
উঃ চারটি, যথা সংহিতা, ব্রাহ্মন, অরন্যক ও উপনিষদ ।
💠কোন শব্দ থেকে বেদ কথার উৎপত্তি ?
উঃ 'বিদ' শব্দ ।
💠'বিদ' কথাটির অর্থ কী ?
উঃ জ্ঞান ।
💠গৃহপতি বা কুলপা কাদের বলা হত ?
উঃ বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত ।
💠বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম লেখ ?
উঃ আন্ডালা, ঘোষ, মমতা ও লোপামুদ্রা ।
💠আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমের নাম কী?
উঃ ব্রহ্মচর্য ।
💠আর্যদের চতুরাশ্রমের মধ্যে সর্বশেষ আশ্রমের নাম কী ?
উঃ সন্ন্যাসাশ্রম ।
💠বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ?
উঃ 'নিস্ক' ও 'মনা' ।
💠বৈদিক যুগের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?
উঃ গোরু ।
💠বেদকে ভিত্তি করে গড়ে ওঠেছে কোন সভ্যতা ?
উঃ বৈদিক সভ্যতা ।
💠ঋকবেদে 'বলি' শব্দটি কী অর্থে ব্যাবহৃত হয়েছে ?
উঃ কর নেওয়া ।
💠উপনিষদ কী ?
উঃ উপনিষদ হল বেদের একটি দার্শনিক ভাগ ।
💠বৈদিক যুগের দুটি জনসভার নাম লেখ যারা রাজশক্তি নিয়ন্ত্রন করত ?
উঃ সভা ও সমিতি ।
💠বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?
উঃ সংস্কৃত ।
💠দশরাজার যুদ্ধ কাহিনি কোথায় লিপিবদ্ধ ?
উঃ ঋগবেদ ।
💠পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম লেখ ?
উঃ মৈত্রেয়ী ও গার্গী ।
💠পরবর্তী বৈদিক যুগের দুটি নগরের নাম লেখ ?
উঃ হস্তিনাপুর ও কৌশাম্বি ।
💠বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বনিক শ্রেনিকে কী বলা হত ?
উঃ শ্রেষ্ঠী বা সেটঠি ।
💠বেদ কয়টি ও কী কী ?
উঃ চারটি, যথা- ঋগবেদ, যযুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ ।
💠কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে ?
উঃ ঋগবেদ ।
💠ঋগবেদে কতগুলি শ্লোক আছে ?
উঃ ১০২৮ টি ।
💠আর্য কথাটির অর্থ কী ?
উঃ সুসভ্য বা শ্রেষ্ঠ ।
💠সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মন কোনটি ?
উঃ শতপথ ব্রাহ্মন ।
💠মোট উপনিষদের সংখ্যা কত ?
উঃ ১০৮ টি ।
💠'সত্যমেব জয়তে' কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে ?
উঃ মুন্ডক উপনিষদ ।
💠বেদাঙ্গের অপর নাম কী ?
উঃ স্মৃতি ।
💠পৃথিবীর প্রাচীন তম মহাকাব্য কোনটি ?
উঃ মহাভারত ।
💠'গোত্র' শব্দটি পাওয়া গেছে কোন বেদে ?
উঃ ঋগবেদ ।
💠বেদাঙ্গের সংখ্যা কয়টি ?
উঃ ৬টি ।