Join Telegram group

Ads Area

সেথায় যেতে যে চায় - বন্দে আলী মিয়া পড়ো সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস সিক্স বাংলা | সেথায় যেতে যে চায় সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস সিক্স

সেথায় যেতে যে চায়  সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস সিক্স বাংলা 



সেথায় যেতে যে চায় 

- বন্দে আলী মিয়া পড়ো 

সারাংশ : কবি বন্দে আলী মিয়া নদীতীরের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে মধুমতীর চরে বসবাসের ইচ্ছা প্রকাশ রেছেন। জেলে ডিঙির সঙ্গে বাঁধা জালে মাছেরা লাফিয়ে পড়ে। সেখানে একজন শক্ত করে লাঠি ধরে পাহারা দেবে। নদীর তীরে বসে চিল মাছেদের দিকে তাকায় এবং গাঙচিল ওই মাছ চুরির আশায় আকাশে উড়তে থাকে। মধুমতীর চরে রাত্রিবেলা উজ্জ্বল জ্যোৎস্না ধারা ঝরে পড়ে। দিনেরবেলা সূর্যের আলোয় নদীকূল বিচিত্র বর্ণ ধারণ করে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য কবি সেখানে সারা বেলা কাটিয়ে দিতে চান।

শব্দার্থ : ডিঙি–ছোটো নৌকা। বাঁগিয়ে—উঁচু করে। বিহান—সকাল। সাধ—ইচ্ছা। কূলে—নদীর তীরে। সন্ধানে—খোঁজে। গাঙচিল—এক ধরনের শিকারি পাখি। নিশীথ—অন্ধকার। ঝরে পড়ে। সাঁঝ—সন্ধ্যা। হোথায়—সেখানে।vজোস্না—চাঁদের আলো। গাঙ—নদী।

অতিরিক্ত প্রশ্ন উত্তর 

১. একটিমাত্র বাক্যে উত্তর দাও :

১.১ এই কবিতায় কোন্ নদীর কথা বলা হয়েছে?

উত্তর। এই কবিতায় মধুমতী নদীর কথা বলা হয়েছে।

১.২ ডিডির পরে কারা লাফিয়ে পড়ে?

উত্তর। ডিঙির পরে মাছেরা লাফিয়ে পড়ে।

১.৩ গাঙচিলেরা কীসের সন্ধানে উড়বে?

উত্তর। গাঙচিলেরা মাছের সন্ধানে উড়বে।

১.৪ নিশীথ রাতে চাঁদ কী হয়ে ঝরে?

উত্তর। নিশীথ রাতে চাঁদ জ্যোৎস্না হয়ে ঝরে।

১.৫ কবি কোথায় বেলা কাটাতে চায়?

 উত্তর। কবি মধুমতীর চরে প্রাকৃতিক দৃশ্য দেখে বেলা কাটাতে চান।

১. একটিমাত্র বাক্যে উত্তর দাও :

১.১ এই কবিতায় কোন্ নদীর কথা বলা হয়েছে?

উত্তর। এই কবিতায় মধুমতী নদীর কথা বলা হয়েছে।

১.২ ডিডির পরে কারা লাফিয়ে পড়ে?

উত্তর। ডিঙির পরে মাছেরা লাফিয়ে পড়ে।

১.৩ গাঙচিলেরা কীসের সন্ধানে উড়বে?

উত্তর। গাঙচিলেরা মাছের সন্ধানে উড়বে।

১.৪ নিশীথ রাতে চাঁদ কী হয়ে ঝরে?

উত্তর। নিশীথ রাতে চাঁদ জ্যোৎস্না হয়ে ঝরে।

১.৫ কবি কোথায় বেলা কাটাতে চায়?

 উত্তর। কবি মধুমতীর চরে প্রাকৃতিক দৃশ্য দেখে বেলা কাটাতে চান।


**************************************************



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area