*আসন্ন সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
1. পৃথিবী একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
উত্তরঃ চাঁদ
2.গান্ধীর ছবিতে গান্ধী কে অভিনয় করেছিলেন?
উত্তর: বেন কিংসলি
3. শিক্ষক দিবস পালিত হয়?
উত্তর: 5 সেপ্টেম্বর
4. জাপানে পরমাণু বোমা কমে গেলে?
উত্তর - 1945 সালে
5. কোন নদীর উপর ভংকর নংগল বাঁধ?
উত্তরঃ সুলতজ
6. ভারতের জাতীয় ফুল?
উত্তর - কমল
7. জাতিসংঘ সংগঠন ইউএনও। নিরাপত্তা পরিষদে কত স্থায়ী সদস্য আছেন?
উত্তর - 5
8. বর্তমানে সিন্ধু সভ্যতা কোন পাকিস্তানে?
উত্তর: হার্পা
9. চাউহান নামে কর আদায় করা কি ছিল?
উত্তরঃ মারাঠা
20. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
➟ টমাস এডিসন
21. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে ?
➟ বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে
22. টেলিফোনের আবিষ্কারক কে ?
➟ আলেকজান্ডার গ্রাহাম বেল
23. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?
➟ 746 ওয়াট
24. 'থিউরি অব রিলেটিভিটি' এর উদ্ভাবক কে ?
➟ আলবার্ট আইনস্টাইন
25. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
➟ টাংস্টেন
26. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?
➟ একই হয়
27. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
➟ গামা রশ্মি
28. জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয় ?
➟ বাড়ে
29. পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী ?
➟ হীরক
30. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
➟ কালো দেখায়