Join Telegram group

Ads Area

অষ্টম পাশে কোর্টে প্রচুর গ্রুপ সি ও ডি নিয়োগ | Hooghly District court recruitment 2022 | WB Govt Group-D Recruitment 2022

অষ্টম পাশে কোর্টে প্রচুর গ্রুপ সি ও ডি নিয়োগ| WB Govt Group-D Recruitment 2022.

পশ্চিমবঙ্গের কোর্টের তরফ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে গ্রুপ সি বিভিন্ন ধরনের পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফেই কর্মী নিয়োগ করা হবে। 


1. পদের নাম: বেঞ্চ ক্লার্ক (গ্রুপ সি)

শূন্যপদ - ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

বয়স: চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: প্রতি মাসে ১৪,৭০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

2.পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট (গ্রুপ সি)

শূন্যপদ - ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে ।

বয়স: চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: প্রতি মাসে ১১,৮০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

3.পদের নাম: অর্ডারলি (গ্রুপ-ডি)

শূন্যপদ - ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে ।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৭,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

4.পদের নাম: নাইট গার্ড (গ্রুপ-ডি)

শূন্যপদ - ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা: চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে ।

বয়স: চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: চাকরিপ্রার্থীরা প্রতি মাসে ৭,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

5.পদের নাম- হাউস মাদার' (HOUSE MOTHER)

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বিশেষ করে মনে রাখতে হবে হাউস মাদার পদটি শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীদের জন্য।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: চাকরিপ্রার্থীরা প্রতি মাসে ১২,১০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

6.পদের নাম- স্টোরকিপার কাম অ্যাকাউন্ট্যান্ট ' (store keeper cum accountant) 

শিক্ষাগত যোগ্যতা : চাকরি-প্রার্থীদের বাণিজ্য শাখায় স্নাতক পাস হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের কম্পিউটার যোগ্যতা থাকতে হবে এবং হিসাবরক্ষকের কাজ ভালোভাবে জানতে হবে।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: চাকরি পাবেন তাদের প্রতি মাসে ১৫,৪০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরিপ্রার্থীদের লগইন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে। যাবতীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার নির্ভুলভাবে দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। অবশেষে চাকরিপ্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। অবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে রেখে দেবেন পরবর্তীকালে অ্যাডমিট কার্ড ডাউনলোড এর জন্য কাজে লাগবে।

যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন:

1.মাধ্যমিকের এডমিট কার্ড।

2.সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

3. বয়সের প্রমাণপত্র।

4. আধার কার্ড অথবা ভোটার কার্ড।

5.পাসপোর্ট সাইজের ফটোকপি।

6.চাকরিপ্রার্থীদের নিজস্ব সিগনেচার।

7.কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)।

নিয়োগ পদ্ধতি: বেশ কিছু পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং আরো বেশ কিছু পদে চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষায় পাস করলে পরবর্তীকালে তাদের ইন্টারভিউ দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যেই এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন 9 আগস্ট 2022 তারিখ পর্যন্ত।

📌 Official Website Link 

✅Apply Online Link

✅Notice Download 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area