Join Telegram group

Ads Area

ভিটামিনের অভাবজনিত রোগ Gk প্রশ্ন ও উত্তর | daily Current Affairs science 2022 | Daily Current Affairs 2022 Today


ভিটামিনের অভাবজনিত রোগ⤵️


1. গলগন্ড - আয়োডিনের অভাব।


2. রাতকানা - ভিটামিন-A।


3. পেলেগ্রা - ভিটামিন-B³।


4. রিকেট - ভিটামিন-D।


5. হাইপোগ্লাই - রক্তের গ্লুকোজ।


6. অধিক রক্তক্ষরণ - ভিটামিন-K।


7. স্কার্ভি - ভিটামিন-C।


8. বেরিবেরি - ভিটামিন-B1।


9. ডায়াবেটিস - ইনসুলিন।


10. দাঁতের ক্ষয়রোগ - ফ্লুরাইড।


11. প্রজনন ক্ষমতা হ্রাস - ভিটামিন-E।


12. টিটেনি - ক্যালসিয়াম।


13. মুখে ও জিহ্বায় ঘা - ভিটামিন-B2।


14. রক্তশূণ্যতা - ভিটামিন-B12।


15. সর্দি - কাশি - ভিটামিন-C।

**********************************************




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area