1. গলগন্ড - আয়োডিনের অভাব।
2. রাতকানা - ভিটামিন-A।
3. পেলেগ্রা - ভিটামিন-B³।
4. রিকেট - ভিটামিন-D।
5. হাইপোগ্লাই - রক্তের গ্লুকোজ।
6. অধিক রক্তক্ষরণ - ভিটামিন-K।
7. স্কার্ভি - ভিটামিন-C।
8. বেরিবেরি - ভিটামিন-B1।
9. ডায়াবেটিস - ইনসুলিন।
10. দাঁতের ক্ষয়রোগ - ফ্লুরাইড।
11. প্রজনন ক্ষমতা হ্রাস - ভিটামিন-E।
12. টিটেনি - ক্যালসিয়াম।
13. মুখে ও জিহ্বায় ঘা - ভিটামিন-B2।
14. রক্তশূণ্যতা - ভিটামিন-B12।
15. সর্দি - কাশি - ভিটামিন-C।
**********************************************