Join Telegram group

Ads Area

Siliguri Army rally 2022 | মাধ্যমিক পাশে শিলিগুড়ি আর্মি র‍্যালি ২০২২ , তারাতারি আবেদন করুন।

Siliguri Army rally date 2022 | Siliguri Army rally 2022 | মাধ্যমিক পাশে শিলিগুড়ি আর্মি র‍্যালি ২০২২ , তারাতারি আবেদন করুন।



দেশ তথা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো সুখবর। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন বেকার যুব সমাজ। শিলিগুড়ি আর্মি র‍্যালির মাধ্যমে ভারতীয় স্থল বাহিনীতে অগ্নিবীর নিয়োগ করবে। 

পদের নাম- Agniveer (All Arms) 8th Pass ।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।

পদের নাম- Agniveer Tradesmen ( All Arms ) 10th Pass

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Agniveer (General Deputy) (All Arms)

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। তবে মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer (Tech) পদ।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক বা ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer Tech (Avn & Amn Examiner) পদ।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer Clerk / Store Keeper Technical (All Arms ) পদ

শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বা বাণিজ্যিক বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন।

বয়স- সমস্ত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন কাঠামো- এই প্রকল্পকে নিযুক্তদের বেতন দেওয়া হবে, প্রথম বছর মাসে ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসে ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসে ৩৬,০০০/- টাকা। ও চতুর্থ বছর মাসে ৪০,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা আপনাদের দেওয়া হবে।

📌Physical Fitness Test ⤵️

Group- A- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৬০ মার্ক। এবং ১০ টি Pull Ups করলে আরো ৪০ মার্ক দেওয়া হবে।

Group- B- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩১ সেকেন্ড থেকে ৫ মিঃ ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৪৮ মার্ক। এবং ৯ টি Pull Ups করলে ৩৩, ৮ টি Pull Ups করলে ২৭, ৭টি Pull Ups করলে ২১ ও ৬ টি Pull Ups করলে ১৬ মার্ক দেওয়া হবে। পরবর্তীতে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে।

Height & Weight- সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী এখানে নির্ধারিত করা হবে।

যে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে- রাজ্যের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন।

র‍্যালির তারিখ- র‍্যালি হবে ২৮ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত । 


📌 Notice Download Link 

✅ Official website Link 


© Sarkari chakrir khabor.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area