Join Telegram group

Ads Area

WB Liberian Group C Recruitment 2022 | উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ ২০২২ | govt job

West Bengal Liberian Group C Recruitment 2022 |উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান তথা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB Liberian Group-C Recruitment 2022 / Aps kolkata non teaching staff recruitment 2022

 


 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর। রাজ্যের আর্মি পাবলিক স্কুলে নন টিচিং স্টফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে কেমিস্ট্রি ল্যাব অ্যাটেনডেন্ট ও লাইব্রেরিয়ান পদে। আবেদন প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। 


পদের নাম- কেমিস্ট্রি ল্যাব অ্যাটেনডেন্ট।

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- লাইব্রেরিয়ান।

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখানে বেতনের কথা উল্লেখ করা হয়নি তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চাকরি পেলে প্রতি মাসে ২০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পদ্ধতি:

1. প্রথমে চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। অথবা ভিডিওতে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন।

2. এরপর চাকরিপ্রার্থীরা নির্ভুল ভাবে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।

3. চাকরিপ্রার্থীদের আবেদন পত্রটির উপর একটি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগাতে হবে এবং নিচের দিকে সিগনেচার করতে হবে।

4. এরপর চাকরিপ্রার্থীদের যাবতীয় ডকুমেন্টসগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

5. চাকরিপ্রার্থীরা আবেদন পত্রটি একটি খামে ভরে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

 ডকুমেন্টস: চাকরিপ্রার্থীদের নিচের দেওয়া ডকুমেন্টস গুলোর জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-

1.সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র।

2.বয়সের প্রমাণপত্র।

3.আধার কার্ড অথবা ভোটার কার্ড।

4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

5.পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদনপত্র জমা করার ঠিকানা-Army Public School - Kolkata, Ballygunge Maidan Camp, Ballygunge Circular Road, Kolkata -

700019.

আবেদন ফি- আবেদন ফি বাবদ ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।


Important Links: 👇

নিয়োগ সংস্থারঃ Official Website

অফিসিয়াল নোটিশঃ Download

✅ আবেদন ফ্রম : Download 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area