Join Telegram group

Ads Area

রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ 2022, প্রতিমাসে বেতন পাবেন ১৩,০০০/- টাকা | jalpaiguri district job vacancy

রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ 2022, প্রতিমাসে বেতন পাবেন ১৩,০০০/- টাকা | jalpaiguri district job vacancy 

     


রাজ্যের বহু বেকার যুবক-যুবতীদের জন্য একটি দারুন সুখবর। রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে চুক্তিভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

নোটিস নম্বর :1208/1 (31)/BNHT/22

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর পদ

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া জলপাইগুড়ি ডিসটিক এর স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন- প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৩,০০০/- টাকা করে ।

বয়স- আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.jalpaiguri.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR ”

আবেদনের শেষ তারিখ- ১২ ডিসেম্বর, ২০২২ বিকাল ৫ টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Block Development Officer, Banarhat Devlopment Block, P.O- Banarhat, Jalpaiguri-735202.

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের টাইপ টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। (ইন্টারভিউ- ৩০, টাইপিং টেস্ট -২০)

নিয়োগ স্থান- Banarhat Devlopment Block, Jalpaiguri"


🚩Join Telegram: Click Here

✅Official Notification: Download Now

✅Official Website: Click Here




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area