Join Telegram group

Ads Area

West Bengal ICDS Anganwadi Recruitment 2022 | পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মাধ্যমিক পাসে ICDS অঙ্গনওয়ারী পদে কর্মী নিয়োগ

West Bengal ICDS Anganwadi Recruitment 2022 |পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মাধ্যমিক পাসে ICDS অঙ্গনওয়ারী পদে কর্মী নিয়োগ 


 পশ্চিমবঙ্গ সরকার সারা রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লক অফিস গুলিতে বিপুল সংখ্যক অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো জায়গা থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে আবেদনকারীকে সে যেই ব্লকের স্থায়ী বাসিন্দা সেই ব্লকের হয়ে আবেদন করতে হবে। অন্য কোনো ব্লকের হয়ে আবেদন করা যাবে না। মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা :- 

প্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। 

বয়সসীমা:- ১৮/১১/২০২২ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬৫ বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি :- 

ICDS বা অঙ্গনওয়ারী কর্মী নিয়োগের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে।  


১) ব্লক অফিস বা মহকুমার থেকে আপনাদেরকে আবেদনপত্রটা নিয়ে একে একে আপনার নিজের নাম, বাবার নাম/ স্বামীর নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করতে হবে ।

সবশেষে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক অফিসে গিয়ে জমা করে দিতে হবে।  

 

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা। তবে যাদের আরও বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন।

৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।

৫) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৬) একটি খালি খাম ও ৫ টাকা দামি একটি পোস্টাল স্ট্যাম্প।


নিয়োগ পদ্ধতি:-

১) প্রথমে তাদের একটি ৩৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। 

  • পাটি গনিতে ১০ নম্বরের থাকবে।
  • জেনারেল ইংলিশ ১০ নম্বরের থাকবে।
  • ১০ নম্বরের পুষ্টি ও জনস্বাস্থ্য ও মহিলা সম্পর্কিত বিষয়ে প্রশ্ন থাকবে ।
  •  আর ৫ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের উপর।

২) লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের একটি শর্টলিস্ট তৈরি করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ১৫ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে।

৩) মোট ৫০ নম্বরের মধ্যে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করে তার মধ্যে থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের চাকরিতে নিয়োগ করবে রাজ্য সরকার।

আবেদন করার শেষ তারিখ:- অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯/১২/২০২২ তারিখ পর্যন্ত। 


📌 Official Website Link

✅ Notice Link Download 

📌 Telegram Link 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area