Join Telegram group

Ads Area

Post Office Group-C and Group-D Recruitment 2022 | পোস্ট অফিসে গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগ, Last Date 22 নভেম্বর

পোস্ট অফিসে গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগ ২০২২, ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন



দীর্ঘদিন পর ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আবেদনকারী প্রার্থীদের পোস্ট অফিসের বিভিন্ন গ্রুপ-C এবং গ্রুপ-D পদে নিয়োগ করা হবে। চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিসে এই নিয়োগ করানো হবে। 

Post Office Group-C and Group-D Recruitment

Official Website: dopsportsrecruitment.in


নোটিশ নম্বরঃ R&E/1-1/DR/Sports Quota/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 22.10.2022


(1) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

মোট শূন্যপদঃ 61 টি।

বেতনঃ প্রার্থীদের প্রতিমাসে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(2) পদের নামঃ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদ।

মোট শূন্যপদঃ 71 টি।

বেতনঃ প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

(3) পদের নামঃ পোস্টম্যান/মেল গার্ড (Postman/Mail Guard)

মোট শূন্যপদঃ 56 টি।

বেতনঃ প্রতিমাসে 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি :

পোস্টাল ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার পর অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন ফি : জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/OBC এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রূপ আবেদন ফি লাগবে না।


আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :

  1. রঙিন পাসপোর্ট সাইট ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
  4. স্পোর্টস সার্টিফিকেট।
  5. বসবাসের প্রমাণপত্র।
  6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


আবেদন শুরু হয়েছে - 22.10.2022 তারিখ ।

আবেদন শেষ হবে আগামী 22.11.2022 তারিখ।


🚩Join Telegram: Click Here

✅Official Notification: Download Now

📌𝐀𝐩𝐩𝐥𝐲 𝐨𝐧𝐥𝐢𝐧𝐞 - Click 

✅Official Website: Click Here






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area