Join Telegram group

Ads Area

পশ্চিমবঙ্গের একটি জেলার স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ 2023 | WB cook recruitment 2023 | 8th pass job

পশ্চিমবঙ্গের একটি জেলার স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ 2023, এইট পাশে আবেদন শুরু হলো।

Eklavya Model Residential School job vacancy 2023

রাজ্যের একলব্য মডেল আবাসিক স্কুলের বয়েজ হোস্টেলে অষ্টম শ্রেণী পাশে কুক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

Eklavya Model Residential School cook recruitment 2023
Cook recruitment for the Boys Hostel at Eklavya Model Residential School

Table of Content (toc)

Employment No- 1654 / BCW/Pas.BDN

পদের নাম- Cook পদ ।

মোট শূন্যপদ- 1 টি।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সহ প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স- 1/1/2023 তারিখ অনযায়ী প্রার্থীর বয়স 18 বছর থেকে 38 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ( SC/ST - 5, OBC- 3 Years )

আবেদন পদ্ধতি- যে সমস্ত প্রার্থীরা ইচ্ছুক তাদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) আপনার বায়োডাটা।

২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩) পাসপোর্ট সাইজের ফটোকপি।

৪) ভোটার কার্ড, আধার কার্ড এর জেরক্স।

৫) বয়সের প্রমাণপত্র হিসবে জন্ম সার্টিফিকেট।

সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে .

ইন্টারভিউয়ের স্থান- Office Chember of P.O Cum-D.W.O...BCW & TD, Asansol, Paschim Bardhaman, SDO Office, Asansol Building (1st Floor) 

ইন্টারভিউয়ের তারিখ- 30 জানুয়ারি, 2023 (Monday) (Reporting Time- 10:30 AM )

✅ Official Website link 

✅ Notice Download

 Download (download)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area