Join Telegram group

Ads Area

West Bengal Job Fair 2023 | রাজ্যে জব ফেয়ারে ১২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৩। Madhymik pass

West Bengal Job Fair 2023



কি এই জব ফেয়ার 2023 ?
রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2018 সালে সর্বপ্রথম জব ফেয়ার অনুষ্ঠান বা চাকরির মিলন উৎসব শুরু করা হয়। সেই লক্ষ্যেই প্রতিবছর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইনান্স কর্পোরেশন (WBMDFC) এই জব ফেয়ার অনুষ্ঠানটি পরিচালনা করে।


প্রতিবছর কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই জব ফেয়ার বা মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেকার চাকরি প্রার্থীদের বিভিন্ন সেক্টরে চাকরির ইন্টারভিউয়ের সুযোগ দেয়। সম্পূর্ণ বিনামূল্যে চাকরিপ্রার্থীরা নিজের পছন্দমত সেক্টরে চাকরি পেতে পারবে। 

Your queries:

West Bengal Job Fair 2023

কি এই জব ফেয়ার 2023 বা চাকরির মেলা? (What is WB Job Fair 2023)
জব ফেয়ারে কোন কোন সেক্টরে চাকরি পাওয়া যাবে? (WB Job Fair 2023 Sector Wise Job)
জব ফেয়ার ২০২৩ শিক্ষাগত যোগ্যতা (West Bengal Job Fair 2023 Eligibility) 
জব ফেয়ার ২০২৩ মোট শূন্যপদ (West Bengal Job Fair 2023 Vacancy) 
জব ফেয়ার ২০২৩ নিয়োগ পদ্ধতি (West Bengal Job Fair 2023 Recruitment Process) 
জব ফেয়ার ২০২৩ আবেদন পদ্ধতি (West Bengal Job Fair 2023 Application Process) 
জব ফেয়ার ২০২৩ প্রয়োজনীয় ডকুমেন্টস (West Bengal Job Fair 2023 Necessary Documents) 
জব ফেয়ার ২০২৩ গুরুত্বপূর্ণ তারিখ (West Bengal Job Fair 2023 Important Dates) 
জব ফেয়ার অনুষ্ঠিত হওয়ার স্থান (West Bengal Job Fair 2023 Venue)
হেল্পলাইন নম্বর (WB Job Fair Helpline Number

Table of Content (toc)


জব ফেয়ারে কোন কোন সেক্টরে চাকরি পাওয়া যাবে?
(1) FINANCE/BANKING/INSURANCE
(2) IT / ITES
(3) MANUFACTURING / ENGINEERING
(4) MANAGEMENT SERVICES
(5) HOSPITALITY (আতিথেয়তা সেবা)
(6) HEALTH CARE (স্বাস্থ্য পরিচর্যা সেবা)
(7) APPARELS (পোষাক সেবা)
উপরের এই ৭ টি সেক্টরের অন্তর্গত বিভিন্ন পোষ্টে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। 


জব ফেয়ার ২০২৩ শিক্ষাগত যোগ্যতা :-
এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI কোর্স, বিভিন্ন ট্রেডে ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্ট, গ্র্যাজুয়েশন ও মাস্টারস ডিগ্রী সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।


জব ফেয়ার ২০২৩ মোট শূন্যপদ :- বিভিন্ন সেক্টরে সবমিলিয়ে প্রায় 12,000 শূন্যপদে নিয়োগ করা হবে। 
নিয়োগ পদ্ধতি:- এই জব ফেয়ারে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

 
আবেদন পদ্ধতি :-
কলকাতা জব ফেয়ার বা চাকরির মেলায় অংশগ্রহণ করার জন্য আগে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.milanutsav2023.wbmdfconline.in  তে যেতে হবে।
সেখানে “Apply For Job Fair 2023” অপশনে ক্লিক করলে স্ক্রিনে অনেকগুলি সেক্টর ভেসে উঠবে।এরপর আবেদনকারীকে নিজের পছন্দমতো সেক্টর নির্বাচন করতে হবে।
তারপরে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ আরও অন্যান্য তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্র পূরণের পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। 


যে সমস্ত ডকুমেন্টস লাগবে:-
(1) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
(2) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স। 
(3) মাধ্যমিকের অ্যাডমিট/ জন্ম সার্টিফিকেট/ আধার কার্ড এর অরিজিনাল ও এক কপি জেরক্স। 
(4) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স। 
(5)  কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স)। 
(6) কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)

 

✅আবেদন শুরু হয়েছে 👉12.01.2023
✅আবেদন শেষ হবে আগামী 👉24.01.2023


📌জব ফেয়ার হবে 10.02.2023 থেকে 16.02.2023


জব ফেয়ার অনুষ্ঠিত হওয়ার স্থান :- কলকাতার পার্ক সার্কাস ময়দান (Kolkata Park Circus)


☎️হেল্পলাইন নম্বর (WB Job Fair Helpline Number)
Toll Free Helpline
: 1800 120 2130
Contact No: 7318855024, 9641708008, 9038506070, 9007469019


✅ Official Website👉 Link  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area