Join Telegram group

Ads Area

2nd Summative Evaluation class 6 Bengali | Class 6 2nd unit test Bengali suggestion

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরষষ্ঠ শ্রেণীর “2nd Unit Test” এরজন্য বাংলা বিষয় থেকে কিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। তোমরা পাঠ্য বই এর সমস্ত অধ্যায় ভালো মতো পড়ে নীচে দেওয়া প্রশ্নপত্রগুলি সমাধান করবে।

বিষয় সূচী (toc)



2nd Summative Evaluation-2022

Class -VI, Sub - Bengali

F.M-25


১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ ( যে কোনো দুটি) 1X2 = 2

ক) মানভূমি দেয়ালচিত্রের প্রতীক -( গোলাপ / জবা / পদ্ম)।

খ) লেখক হুড্রর দিকে পাড়ি জমিয়েছিলেন- (সাইকেল/মোটর সাইকেল / লরি) করে।

গ) পাখিরালয়ে পাওয়া যেত ( পাখি / হরিণ / ছাগল)

ঘ) হাটের দোচালা ( খুলিল / বুজিল / মুদিল) নয়ান।


২) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখঃ ( যে কোনো চারটি) 1X4=4

ক) বসুধারা ব্রত কোন্ ঋতুতে হয়?

খ) একটি পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল ?

গ) শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কী?

ঘ) ‘ফাঁকি’ গল্পে কোন নদীর উল্লেখ আছে?

ঙ) কবির কী দেখে ‘কেমন যেন চেনা লাগে’ মনে হয়েছে?

চ) কতগুলি গ্রামের পরে সাধারনত একটি হাট বসে?


৩) নিচের প্রশ্নগুলির উত্তর লেখঃ ( যে কোনো দুটি ) 3X2 = 6 

ক) ‘পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে’ - দৃশ্য দুটি কী কী?

খ) কোন্ তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে লেখো।

গ) “ধানকাটার পর একেবারে আলাদা দৃশ্য”- ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করে

ঘ) ‘মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে’ - কার লেখা কোন রচনার অন্তর্গত ? ‘দুদিনের ঘর’ বলতে কী বোঝানো হয়েছে?

৪) নিচের প্রশ্নগুলির উত্তর লেখঃ 1X4=4

ক) সঠিক সমোচ্চারিত ভিন্নার্থক শব্দটি বেছে নিয়ে লেখো।

অ) নিতি-নিত্য / নীতি-আদর্শ

আ) নিতি-আদর্শ / নীতি-নিত্য

খ) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

খোশ’ উপসর্গটি - ( সংস্কৃত উপসর্গ / বিদেশী উপসর্গ / বাংলা উপসর্গ)।

গ) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

একটি বিদেশি অনুসর্গ হল - (দিকে/ মাঝে / বনাম)।

ঘ) সঠিক উত্তরে(✓) চিহ্ন দাও ।

শরীর -(শারীরিক / শারিরীক)।

৫) নিচের প্রশ্নগুলির উত্তর লেখঃ 1X2 = 2

১.ক) কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত?

১.খ) ব্যাকরণ শিং এর উপাধি কেন খাদ্য বিশারদ?

২) ‘পৃথিবীটা যদি চ্যাপটা হতো’ - হিজি বিজ্ বিজের মতে তাহলে কী হতো? (3)

৬) ৮/১০ টি বাক্যে নিচের যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো।

স্বামী বিবেকানন্দ / বর্ষণ মুখর বাংলা (4)


© By Avijit Ghosh 


Class 6 Second Unit Test Bengali Question


Paper Class 6 Second Unit Test Bengali


Suggestion Class 6 Second Unit Test Bengali Question Paper


WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VI


Bengali Second Unit Test Question Paper pdf Download


ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র


Class-6 Bengali Second-Unit-Test Question


2nd summative evaluation class 6 bengali


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area